শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ০৭:৪৬ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৮, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমের কেজি ২ টাকা!

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের আম দুই টাকা কেজি করে বিক্রি হচ্ছে! মঙ্গলবার সকালে উপজেলা সদর বাজারে ঘুরে দেখা যায়, প্রতি কেজি আম বিক্রি হচ্ছে দুই টাকা থেকে পাঁচ টাকা করে। এছাড়া উপজেলার খালখুলা, নওগাঁ, বারুহাসসহ বিভিন্ন বাজারে উঠেছে বিভিন্ন প্রজাতির দেশীয় আম।

আম বিক্রেতা ইউসুফ আলী বলেন, ‘আটি জাতের আম ২ টাকা করে বিক্রি করছি। এ আমগুলো একটু টক। তাই দাম কম’।
উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভাদাশ গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘বাড়ির আশেপাশে ও পুকুর পাড়ে ২৭টি আম গাছ আছে। প্রচুর পরিমাণে আম ধরেছে। ৪৫ কেজি আম বিক্রি করলাম ১০০ টাকায়’। খবর পরিবর্তন.কম’র।

তাড়াশ দক্ষিণপাড়ার আব্দুল মজিদ বলেন, ‘তিন মণ আম কিনেছি দুই টাকা থেকে পাঁচ টাকা করে কেজি। এ আমগুলো সারাদিন বসে খুচরা বিক্রি করবো’।

তাড়াশ গ্রামের আফাল উদ্দিন বলেন, ‘জ্যৈষ্ঠ মাসের দিকে এ অঞ্চলের লোকজনের ধান কাটা শেষ হয়ে যায়। এরপর মেয়ে ও জামাতাদের আম ও দুধ খাওয়ানোর একটা রেওয়াজ রয়েছে। তাই আম বাজারে কিনতে এসেছি। এ বছর আমের বাম্পার ফলন হওয়াতে একদম অবিশ্বাস্য দাম মাত্র দুই থেকে পাঁচ টাকায় আমের কেজি কিনতে পাচ্ছি’।

আম বিক্রেতা দিলিপ কুমার জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকার ফলে আমের বাম্পার ফলন হয়েছে। বাজারে আমের দাম একদম সহনীয়। বিশেষ করে দেশী প্রজাতির নাম না জানা আম বাজারে বিক্রি হচ্ছে দুই টাকা থেকে পাঁচ টাকা করে কেজি।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, দেশীয় প্রজাতির আম মাত্র দুই টাকা থেকে পাঁচ টাকা কেজি করে বিক্রি হচ্ছে।

তিনি জানান, উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ির পাশে ও পুকুর পড়ে গাছ লাগানোর ফলে প্রচুর পরিমাণ আম হয়। কোনো রাসায়নিক ছাড়া এ এলাকার আম বাজারজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়