শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ০৪:৩৮ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৮, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের বিজ্ঞাপন খাতে কাজ করা এক তৃতীয়াংশ নারী যৌন হেনস্থার শিকার

ইফ্ফাত আরা: এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের বিজ্ঞাপন খাতে কাজ করা ৩৪ শতাংশ নারী কর্মস্থলে যৌন হয়রানির শিকার হচ্ছেন। বাকি ৭২ শতাংশ নারীও কোনো না কোনোভাবে এই তিক্ত হয়রানির শিকার হয়ে এসেছেন। গবেষণাটি শুক্রবার প্রকাশিত হয়েছে।

ব্রিটিশ শিল্প বিজ্ঞাপন সংস্থার গবেষণা থেকে দেখা গেছে, ৩৪ শতাংশ নারী কর্মস্থলে পরিচালককর্তৃক যৌন হয়রানির শিকার হয়ে থাকেন। উইমেন ইন এডভার্টাইজিং এন্ড কমিউনিকেশন লন্ডন (ডব্লিউএসিএল) ও ন্যাশনাল এডভার্টাইজিং বেনেভোলেন্ট সোসাইটি (এনএবিএস) জানান, বিজ্ঞাপন খাতে কাজ করা ৮২ শতাংশ কর্মী জানিয়েছে তারা নানানভাবে জ্যেষ্ঠ সহকর্মীদের দ্বারা এই যৌন হয়রানির শিকার হয়েছে। ব্রিটিশ শিল্প বিজ্ঞাপন সংস্থাটির জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের বিজ্ঞাপন খাতে কাজ করা ৩,৫০০ কর্মীদের যৌন হয়রানির শিকার হতে ৩০ শতাংশ কর্মী প্রত্যক্ষদর্শী রয়েছে। ৯ শতাংশ পুরুষও যৌন হয়রানির শিকার হয়েছে বলে জানা গেছে।

গত নভেম্বরে ইন্ডাস্ট্রি পাবলিকেশন ডিগিডে’র নেয়া এক সাক্ষাতকারে একজন নারী নির্বাহী কর্মকর্তা বলেন, ‘একসাথে কাজ করতে গেলে অনেকেরই গভীর সম্পর্কের সৃষ্টি হয়, এ বিষয়টা ভিন্ন। কিন্তু এমন ঘটনাই বেশি দেখা গেছে যে, কোনো সম্পর্ক নেই তবুও তাদের সঙ্গে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে।’ এদিকে অধিকাংশ কর্মী (৮৩ শতাংশ) কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাতে অপরাগ পোষণ করেন, কিছু ক্ষেত্রে নিজেদের ক্যারিয়ার নিয়ে শঙ্কায় থাকার কারণেও তারা যৌন হয়রানির শিকার হয়ে যাওয়ার বিষয়টি এড়িয়ে যান বলে জানান। দুষ্কৃতিকারীরা কোনো না কোনোভাবে নিজেদের বাঁচিয়ে নিতে পারে বলেও ৬৬ শতাংশ কর্মী এর সঙ্গে একমত পোষণ করেন।

এনএবিসির প্রেসিডেন্ট কেরি গ্ল্যাযার ইমেইলে জানান, এই জরিপটিতে বিজ্ঞাপনখাতে কাজ করা সকল লিঙ্গের কর্মীদের যৌন হয়রানির বিষয়টি উঠে এসেছে। একজন কর্মীর কর্মস্থলে এমন হেনস্থা হওয়ার বিষয়টা তার অর্জনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন। সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়