শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ০৪:০৭ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৮, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারের ‘অভিনয়কেই’ ভয় পাচ্ছে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক : এই বিশ্বকাপেই রেকর্ড ফাউলের শিকার হয়েছেন। কিন্তু শিকার হওয়ার সঙ্গে ফাউলের সময় সেটাকে অতিরিক্তভাবে অভিনয় করে দেখানোর অভিযোগও আছে নেইমারের বিরুদ্ধে। গ্রুপপর্বে কোস্টারিকার বিরুদ্ধেই দেয়া একটি পেনাল্টিতে তার অতিরঞ্জিত প্রতিক্রিয়া নজরে আসায় তা ফিরিয়ে নেন রেফারি। নকআউটপর্বে তাই নেইমারের প্রতি বিশেষ নজর রাখতে রেফারিদের প্রতি আহ্বান জানিয়েছেন মেক্সিকো অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদো।

শেষ ষোলোর ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে মেক্সিকো-ব্রাজিল। তার আগে টুর্নামেন্টের সময় বেশ কয়েকবার সহজেই মাঠে পড়ে যাওয়ার জন্য সমালোচনার মুখে পড়েন নেইমার। এসব ঘটনার পর এই আবেদন জানালেন মেক্সিকান অধিনায়ক।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে গুয়ার্দাদো বলেন, ‘নেইমারকে আমরা সবাই চিনি। এটা আমার বা আমাদের বিচার না। রেফারি এবং ফিফার কাজ। এখন তাদের (রেফারি) ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি সিস্টেম- ভিএআর আছে, সুতরাং তার (নেইমার) খেলার স্টাইল খুব ভালোভাবে দেখতে হবে। কারণ আমরা জানি, ফাউলের সময় সেটাকে নেইমার অতিরঞ্জিত করে তোলে। তিনি বারবার পড়ে যেতে পছন্দ করেন।’
’কিন্তু আমি এটা আবারও বলি যে, এটা তার খেলার স্টাইল। আর এটা বিচার করার দায়িত্ব শেষ পর্যন্ত অফিসিয়ালদের। আমাদের না’,-যোগ করেন মেক্সিকান অধিনায়ক।

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলকে হারাতে পারেনি মেক্সিকো। তবে রিয়াল বেটিস মিডফিল্ডারের বিশ্বাস এবার হবে, ‘আমরা এর আগে জার্মানিকেও কখনও হারাইনি। তবে আমরা সেটা করেছি এবং এই কাজটা আমরা আবার করব। এখানে (রাশিয়া) আমরা ইতিহাস রচনা করতে এসেছি। সেই সুযোগটা এখন আমাদের হাতেই।’

পরিসংখ্যান যে সবসময় কাজ করে না সেটাও মনে করিয়ে দিয়েছেন মেক্সিকান অধিনায়ক, ‘আমরা সবাই জানি, খেলা যখন শুরু হয় তখন পরিসংখ্যান কোনও কাজে আসে না। আমরা সম্ভব্য সবকিছু করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়