শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ৩০ জুন, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তুত হচ্ছেন আর্জেন্টিনার গোলরক্ষকরা, পেনাল্টি অনুশীলন

স্পাের্টস ডেস্ক : সামনে বিগ ম্যাচ। হারলেই বিদায় নিতে হবে। তাই আর্জেন্টিনাও কঠোর অনুশীলনে ব্যস্ত। নকআউট পর্বের ম্যাচে অনেক সময় ফলাফল নিবর্ধারিত হয় টাইব্রেকারের মাধ্যমে। তাই পেনাল্টি শুটআউটে প্রতিপক্ষদের কীভাবে রুখে দিতে হবে সেই প্রস্তুতিই নিচ্ছেন আর্জেন্টিনার গোলরক্ষকরা।

শুক্রবার আর্জেন্টিনার তিন গোলরক্ষকই পেনাল্টি অনুশীলন করলেন। গোলরক্ষক উইলি কাবালেরো প্রথম দুই ম্যাচে হতাশ করেছেন। তাই নাইজেরিয়ার বিপক্ষে গোলরক্ষকে পরিবর্তন আনে আর্জেন্টিনা। এদিন তারা একাদশে রাখে ফ্রাঙ্কো আরমানিকে। দলটির স্কোয়াডে অন্য গোলরক্ষক হচ্ছেন নাহুয়েল গুজম্যান।

রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে আগামীকাল। শনিবার দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তাই যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করছে আর্জেন্টিনা।

বিশ্বকাপে এবার আর্জেন্টিনার শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে তারা আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা ৩-০ গোলে হেরে যায়। দুই ম্যাচ হারের পর আর্জেন্টিনার বিদায় প্রায় নিশ্চিত। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে তাদের সামনে জটিল সমীকরণ। আর্জেন্টিনার ভাগ্য ভালো তা বলতেই হবে। কারণ, এতগুলো সমীকরণ মিলিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সৌভাগ্য কম দলেরই মেলে।

আজ অনুশীলন শুরু করার পূর্বে পেনাল্টি অনুশীলনে ব্যস্ত সময় কাটান আর্জেন্টিনার গোলরক্ষকরা। আর্জেন্টিনা তাদের স্কোয়াডের সঙ্গে কিছু তরুণ ফুটবলারও এনেছে। যাদের বিভিন্ন সময় প্রয়োজন হলে তারা কাজে লাগাতে পারে। তাদেরকে নিয়েই পেনাল্টি অনুশীলন করেন আর্জেন্টিনার গোলরক্ষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়