শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৯:২২ সকাল
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে বাঙালি প্রবাসীদের মাথা উুঁচ করলেন বাংলাদেশি আবুল কালাম

ওমর শাহ, আরিফুল ইসলাম: বাঙালি মানেই যে মিসকিন বা হারামি নয় তা দেখিয়ে দিলেন বাংলাদেশি প্রবাসী আবুল কালাম। সৌদি আরবে এক মালিকের অধীনে একনাগাড় ১৮ বছর ধরে কাজ করছেন আবুল কালাম। সম্প্রতি ১৮ বছর পূর্তিতে বাঙালি শ্রমিক আবুল কালামের সম্মানে কেক কাটার আয়োজন করলেন মালিক মুওয়াতিন। আবুল কালামকে সোহাগ ভরে নিজ হাতে খাইয়ে দিলেন কেকও। বিশ্বস্ততা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মালিকের প্রশংসা কুড়ানো আবুল কালাম এ যেন গোটা বাঙালি প্রবাসীদের মাথা উঁচু করলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া আবুল কালামকে নিয়ে এ সংবাদ প্রকাশ করে।

আল আরাবিয়াকে আবুল কালামের মালিক আব্দুল মুওয়াতিন বলেন, ‘আবুল কালাম আমাদের বাড়িতে আঠারো বছর যাবত আছেন। তিনি আমাদের মেষ চড়ান। অত্যন্ত কর্মঠ ও বিশ্বস্ত পরায়ণ ব্যক্তি তিনি । পরিচ্ছন্নতাও তার অতুলনীয় একটি গুণ। তাঁর কৃতজ্ঞতা স্বরূপ এ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।

এ পরিবারের আরেক সদস্য আবুয়ি বলেন, আমরা তাকে আমাদের পরিবারের একজন মনে করি। সব বিষয়ে আমরা এ বিষয়টি লক্ষ রাখি। এ সবই তার প্রশংসনীয় গুণাবলির ফলে।’

অনুষ্ঠানে আবুল কালাম সৌদি পোশাক পরিহিত ছিলেন। এ দেশকে ভালবেসে তিনি সৌদি পোশাক করেছেন বলেও তিনি জানান । তবে আবুল কালামের পূর্ণাঙ্গ পরিচয় জানায়নি পত্রিকাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়