শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৮:০৫ সকাল
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশরা দিনে ২৭ বার মোবাইল ফোন চেক করে

রাশিদ রিয়াজ : দিনে ১৬ ঘন্টা পর্যন্ত মোবাইল ফোনে সময় ব্যয় করেন কোনো কোনো ব্রিটিশ নাগরিক। আপডেট দেখার জন্যে ‘স্ক্রিন ক্রেজি’ ব্রিটিশ নাগরিকরা অন্তত ২৭ বার দিনে মোবাইল চেক করেন। বছরে এ সংখ্যা ছাড়িয়ে যায় ১০ হাজার। এধরনের ব্রিটিশ নাগরিকরে ১৫ ভাগ ১৫ মিনিট পরপর তার মোবাইল ফোনের খোঁজ নেন। তিনজনের একজন স্বীকার করেন তারা মোবাইলে আসক্ত। এমনকি দিনের বেলা কাজের সময় বা কর্মক্ষেত্রে তারা মোবাইল ফোনে খোঁজ খবর নেন।

ব্রিটেনের এসএমএস মার্কেটিং নিয়ে গবেষণা করে এমন একটি প্রতিষ্ঠান টেক্সটলোকালের এ জরিপে দেখা গেছে ৮৫ ভাগ ব্রিটিশ নাগরিকের স্মার্ট ফোন রয়েছে। গত ৫ বছরে স্মার্ট ফোন ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে ৬৩ শতাংশ। ২০২৩ সাল নাগাদ এর পরিমাণ ৯৩ ভাগে পৌঁছে যাবে। জরিপ এও বলছে, মোবাইল ফোনে কথা বলার চেয়ে বরং বিভিন্ন তথ্য জানার আগ্রহ অনেক বেশি। ১০ মধ্যে ৬ জন মোবাইল ফোনে প্রতিদিন কল করেন।

৯২ ভাগ ব্রিটিশ নাগরিকই বার্তা পাঠান, ৯১ ভাগ ছবি তোলেন ও ৮৬ ভাগ ইমেইল চেক করেন। ৬০ ভাগ অন্তত দিনে একবার কোনো কোনো বার্তা পাঠান। ৭৫ ভাগ ইন্টারনেট ব্রাউজ করেন নিয়মিত, ৬৭ ভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ খবর রাখেন ও ৬১ ভাগ এসএমএস পাঠান। তিনজনের একজন প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমের খোঁজ নেন, বার্তা পাঠান। ডেইলি স্টার ইউকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়