শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ১২:২৪ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০১৮, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাদ পড়েও সন্তুষ্ট সেনেগালের কোচ

স্পোর্টস ডেস্ক : জাপানের সাথে পয়েন্ট ও গোল ব্যবধানে সমান থাকার কারণেও নক আউট পর্বে যেত পারল না সেনেগাল। টুর্নামেন্টে জাপানের চেয়ে হলুদ কার্ড বেশি দেখায় ফেয়ার প্লে’র বিবেচনায় বাদ পড়েছে দলটি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এভাবে বাদ পড়ল তারা। বাদ পড়ে হতাশ হলেও এটাকে মেনে নিয়েছেন সেনেগালের কোচ আলিউ সিস। তবে তিনি জানিয়েছেন, সঠিক পথেই আছে তার দল।

‘এইচ’ গ্রুপের দল জাপান ও সেনেগাল ১টি করে জয়, ড্র ও হার নিয়ে সংগ্রহ করে চার পয়েন্ট। ফলে হিসাবে আসে গোল ব্যবধান। সেখানেও সমান দুই দল। তাই পয়েন্ট ও গোল ব্যবধান সমান হওয়ায় সামনে এসে পড়ে হলুদ কার্ড। টুর্নামেন্টে জাপান হলুদ কার্ড দেখেছে ৪টি, আর সেনেগাল ৬টি। ফলে ফেয়ার প্লে’র হিসাবে এগিয়ে যায় জাপান। আর বিদায় নেয় সেনেগাল।

এভাবে বাদ পড়েও ফেয়ার প্লে’র নিয়ম মেনে নিয়ে সেনেগালের কোচ বলেছেন, ‘আমি জানি না এই নিয়ম নিষ্ঠুর কি না। কিন্তু আমি আমার খেলোয়াড়ের হলুদ কার্ড না খাওয়ার জন্য বলতে পারি না। এটা ফুটবলের আইন। ফেয়ার প্লে’র আইন। এবং আমরা এ ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিলাম। আমাদের এটা মেনে নিতে হবে।’
হলুদ কার্ডের কারণে বাদ পড়লেও নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট সিস। জানিয়েছেন সঠিক পথেই আছে সেনেগালের ফুটবল, ‘আফ্রিকান ফুটবল অনেক এগিয়েছে। আমরা সেই পথেই এগুচ্ছি। আমি নিশ্চিত, ভবিষ্যতে আমরা ভাল করব। আমরা সঠিক পথেই আছি।’ সুত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়