শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৮:১০ সকাল
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা সেই দলের সমর্থক যারা পরিসংখ্যান নয় ভালোবাসায় বিশ্বাসী – পুতুল

ডেস্ক রিপোর্ট : আমি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। হারুক কিংবা জিতুক, এ দলটিকে মনে প্রাণে ভালোবাসি। আগামীকাল ম্যাচে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে খেলা রয়েছে। নকআউট পর্বের এই প্রথম ম্যাচে আর্জেন্টিনা জিতবে বলে বিশ্বাস রাখি। কারণ এরই মধ্যে শেষ ম্যাচে কিন্তু আর্জেন্টিনা জ্বলে উঠেছে। এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।
আর এবারের বিশ্বকাপটা একটু অন্যরকম মনে হচ্ছে। ফেভারিটদের চাইতে যারা নন ফেভারিট তারাই ভালো করছে বেশি। তবে, আর্জেন্টিনা সম্পর্কে কিছু কথা বলতে চাই। সেটা হলো, পৃথিবীতে বেশ কিছু দেশ আছে যারা ধারাবাহিকভাবে বা মাঝে মাঝেই তাদের সমর্থকদের জয়ের স্বাদ নেবার সুযোগ করে দেয়। তাদের সমর্থকরা গর্ব করে বড় গলায় বলতে পারে, আমার দল তো অতবার বিশ্বকাপ পেয়েছে। শিরোপার গর্বটা তাদের অনেক আত্মবিশ্বাসী আর দাম্ভিক করে রাখে। ফুটবল বিশ্বে একটা মাত্র দেশ আর্জেন্টিনা, যাদের অর্জনের গল্পটা খুব ছোট্ট হওয়া সত্ত্বেও তাদের ঘিরে বিশ্বব্যাপী আগ্রহ আর পাগলামির শেষ নেই সমর্থকদের। আমরা সেই দলের সমর্থক যারা পরিসংখ্যান নয়, ভালোবাসায় বিশ্বাসী। আমরা সেই দলকে ভালোবাসি, যারা বার বার কাঁদাবার উপলক্ষ তৈরি করে দিলেও ভালোবাসার কাছে হার মেনে যাই। শিরোপা আর রেকর্ডের ছড়াছড়ি নেই বলে যদি মন ছোট করতাম, সেই কবে অন্য দলকে ভালোবাসতে শুরু করতাম! তা-ই কী আর হয়? ভালোবাসা কী আর সমীকরণ মিলিয়ে হয়? আমরা আবেগী সমর্থক, আবারো স্বপ্ন দেখবো, আবারো খুঁড়িয়ে চলা দলকে নিয়ে আবেগে ভেসে যাব, আবারো কষ্ট পাবো। কী আর করা, ভালোবাসলে একটু বেদনা তো সইতেই হয়।
সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়