শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৬:১৮ সকাল
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ জুলাই ফিনল্যান্ডে ট্রাম্প-পুতিন বৈঠক

ডেস্ক রিপোর্ট : ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্রেমলিন এবং হোয়াইট হাউজ বৃহস্পতিবার বৈঠকের স্থান ও দিনক্ষণের এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, “দুই নেতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তার নানা বিষয় নিয়ে কথা বলবেন।”

ট্রাম্প ও পুতিনের মধ্যে এটিই হবে প্রথম পূর্ণ রাষ্ট্রীয় বৈঠক। ইউরোপে উত্তেজনার মধ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোসহ আমেরিকায় রাশিয়ার সমালোচকরাও নিবিড়ভাবে এ বৈঠকের ওপর নজর রাখবে।

ট্রাম্প এর আগে বুধবারই পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার ইঙ্গিত দিয়ে বলেছিলেন, এ বৈঠক হতে পারে পশ্চিমা সামরিক জোট নেটো নেতাদের ১১-১২ জুলাইয়ের সম্মেলনের পর।বৈঠকটি ফিনল্যান্ডের রাজধানীতে হতে পারে বলেও আভাস দিয়েছিলেন তিনি।

ওইদিনই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মস্কো সফরকালে শীর্ষ বৈঠক অনুষ্ঠানের বিষয়টি স্থির হয়। আর এর পরই দু’দেশ একই সময়ে বিস্তারিত তথ্য জানিয়ে বৈঠকের ঘোষণা দিল।

ট্রাম্প ও পুতিন এর আগে আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে দুইবার বৈঠক করেছেন।

তবে এবার তাদের মধ্যকার শীর্ষ বৈঠকে নাখোশ হতে পারে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো,বিশেষ করে যে সব দেশ পুতিনকে একঘরে করে রাখার পক্ষপাতি। যেমন: যুক্তরাজ্য। তাছাড়া, রাশিয়ার নেতার প্রতি ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে যেসব দেশ উদ্বিগ্ন তারাও এ বৈঠককে ভালভাবে নেবেনা।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং রুশ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের প্রচার শিবিরের যোগ নিয়ে কংগ্রেস ও এফবিআই এর একাধিক তদন্ত চলার মধ্যে ট্রাম্প-পুতিনের এ বৈঠক হতে যাচ্ছে।

ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করা নিয়ে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কঠোর করলেও ট্রাম্প সব সময়ই মস্কোর সঙ্গে ভাল সম্পর্ক স্থাপনের আকাঙ্খা পোষণ করে এসেছে।

কিন্তু মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে এখনো দু’দেশের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে আছে। মস্কো বরাবরই নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখছেন বিশেষ এক মার্কিন কৌঁসুলি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মস্কোয় সাংবাদিকদের বলেছেন, ট্রাম্প-পুতিন বৈঠকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। একইসঙ্গে ৭ শিল্পোন্নত দেশের জোটে পুনরায় রাশিয়ার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনাও আছে।

সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়