শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃটিশ মন্ত্রী মার্ক ফিল্ড আসছেন শুক্রবার

তরিকুল ইসলাম : তিনদিনের সফরে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এশিয়া এবং প্যাসিফিক বিষয়ক মন্ত্রী মন্ত্রী মার্ক ফিল্ড ঢাকা আসছেন আগামীকাল শুক্রবার।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিনদিনের এ সফরে তিনি বাংলাদেশের নীতি নির্ধারক পর্যায়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করলেও তার মূল আলোচনার মূল বিষয় থাকছে রোহিঙ্গা ইস্যু এবং বেক্সিট পরবর্তী সময়ে দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক।

তিনি গত বছরের ১৩ জুন দায়িত্ব গ্রহন করেন। আগামী রবিবার তিনি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে বৈঠক করবেন বলে বাণিজ্য মন্ত্রণালয় সুত্রে জানা গেছে। এছাড়াও এ সফরে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎ করবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা শিবির সফর করবেন বলে কথা রয়েছে।

গত ৮ জুন তিনি এক টুইট বার্তায় বাংলাদেশে মাদক বিরোধী অভিযানে নিহতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর আগে গত ৩০ মার্চ তিনি লন্ডনে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উপস্থিতিতে তার বক্তব্যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখার ইচ্ছাও প্রকাশ করেন।

এছাড়া গত বছর রাখাইনে মিয়ানমারে সেনা নির্যাতনের ফলে রোহিঙ্গারা দেশ ছাড়া শুরু করলে প্রথম কোন বিদেশী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শন করেন। সফরের শেষ তিনি গত ২৮ সেপ্টেম্বর দেশটির রাজধানীতে অং সান সুচির সঙ্গে সাক্ষাত করে বলেন, রাখাইনে আমরা যা দেখেছি তা কঠোরতম ও অগ্রহণযোগ্য এক ট্রাজেডি।

তিনি অবিলম্বে এই সহিংসতা বন্ধ করতে এবং রোহিঙ্গাদের দ্রুততম সময়ে এবং নিরাপদে তাদের বাড়িতে ফিরিয়ে আনতেও সুচীকে আহবান জানান।

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনেও রাখাইন ইস্যু তুলে ধরে তাতে আলোচনা করেন বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এশিয়া এবং প্যাসিফিক বিষয়ক এই মন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়