শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৩:৪৬ রাত
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইসেন ক্রুপের সঙ্গে ১৫ বিলিয়ন ইউরোর চুক্তিতে এসপ্তাহেই স্বাক্ষর করবে টাটা

নূর মাজিদ : এই সপ্তাহেই পৃথিবীর অন্যতম সেরা ষ্টীল নির্মাতা প্রতিষ্ঠান থাইসেন ক্রুপ জার্মানির সঙ্গে একটি বাণিজ্যিক সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করবে ভারতের টাটা ষ্টীল। এই চুক্তির আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি ইউরো বা ১ হাজার ৭৪০ কোটি মার্কিন ডলার। এই চুক্তিটির আওতায় থাইসেন ক্রুপের সঙ্গে টাটা ষ্টীলের ইউরোপিয় অপারেশনের সমন্বয় করা হবে। এই চুক্তির পর টাটা ষ্টীলের ইউরোপের সকল স্থাপনা থাইসেন ক্রুপ গ্রুপের সঙ্গে একীভূত হয়ে কাজ করবে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইতোপূর্বে এই চুক্তিটি নিয়ে দুই পক্ষের আলোচনায় স্থবিরতা আসলেও সাম্প্রতিক সময় উভয় কোম্পানি একটি দফারফায় আসতে সমর্থ হয়েছে। ফলে চলতি সপ্তাহের মধ্যেই তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবার জোর সম্ভাবনা রয়েছে।

এই চুক্তির সঙ্গে জড়িত এমন কিছু ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, ৫০-৫০শতাংশ অংশিদারিত্ত্বের শর্তেই চুক্তিটি স্বাক্ষর করা হবে, এবিষয়ে উভয় পক্ষ এক সমঝোতায় আসতে সমর্থ হয়েছেন।

থাইসেন ক্রুপের সঙ্গে একীভূত হবার পর এই কোম্পানি দুটির কনসোর্টিয়াম ইউরোপের দ্বিতীয় বৃহৎ ষ্টীল উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। ইউরোপের সর্ববৃহৎ ষ্টীল উৎপাদনকারী কনসোর্টিয়াম হলো আরসেলোর-মিত্তাল। ২০০৬ সালে লুক্সেমবার্গের আরসেলোর এর সঙ্গে ভারতের ওপর ষ্টীল জায়ান্ট মিত্তাল গ্রুপের এক চুক্তির পর ঐ কনসোর্টিয়াম যাত্রা শুরু করে।

তবে থাইসেন ক্রুপ এবং টাটা ষ্টীল উভয়েই আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। দ্য হিন্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়