শিরোনাম

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৩:৩২ রাত
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবা শরিফের গিলাফে আগুন লাগানোর চেষ্টার ভিডিও ভাইরাল

সাইদুর রহমান : চলতি বছরের ৬ ফেব্রুয়ারি পবিত্র কাবা শরিফে তাওয়াফের সময় কাবার গিলাফে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করা ব্যক্তিকে গণধোলাই ও গ্রেফতারের ঘটনা ঘটেছিল। তখন সে ঘটনার ছবি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হলেও ভিডিওটি প্রকাশ হয়নি এতদিন। ওই ঘটনার ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অভিযুক্তের বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রকাশিত ভিডিওটিতে দেখা গেছে এক ব্যক্তি হঠাৎ কাবা শরিফের গিলাফে বোতল থেকে পেট্রোল ছুড়ে উচ্চস্বরে কথা বলছে। প্রথমে কেউ কিছু বুঝে না ওঠলেও একটু পরেই তাওয়াফরত লোকজন বিষয়টি বুঝতে পারে এবং তাকে গণধোলাই ও পুলিশের কাছে তুলে দেয়।

এ সময় হামলাকারী ব্যক্তি পেট্রোল ছুড়ে বলতে থাকে, হে হাজিরা এদিকে আসো, হে মুসলমানরা এদিকে আসো, এ কাবা আমি জ্বালিয়ে দেবো। তবে গ্রেফতারের সময় বলা হয়েছে, ব্যক্তিটির মানসিক সমস্যা রয়েছে, তখন উপস্থিত হাজিরা অবমাননাকর কাজের জন্য ওই ঘাতকের মৃত্যুর আবেদন জানিয়ে স্লোগান দিচ্ছিল।

তবে কাবা ঘরের বিশেষ নিরাপত্তা পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কাবার গিলাফে আগুন দেয়ার পর নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছিল। সূত্র : ডেইলি পাকিস্তান

  • সর্বশেষ
  • জনপ্রিয়