শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৭ সালে বিশ্বব্যাপী ১০ হাজার শিশু হত্যা, নির্যাতন ও নিগ্রহণের শিকার: জাতিসংঘ

ইফ্ফাত আরা: গত বছর দশ হাজারেরও অধিক শিশু হত্যা, নির্যাতন ও নিগ্রহণের শিকার হয়েছে বলে জাতিসংঘ বৃহস্পতিবার জানিয়েছে। বাকি শিশুরা ধর্ষণ, বিদ্যালয় কিংবা হাসপাতালে সেনাদের দ্বারা আটক হয়ে নানান সংঘর্ষ এবং নির্যাতনের শিকার হয়েছে বলেও উল্লেখ করেন।

‘শিশু ও সশস্ত্র সংঘাত’ এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী শিশু হত্যা, নিধনের শিকার ও নির্যাতনের পরিমাণ আগের বছর থেকে ২০১৭ সালের রিপোর্ট মতে আরো বেড়েছে। ২০১৭ সালে শিশু অধিকার থেকে বঞ্চিত হয়েছে প্রায় ২১,০০০ শিশু। জাতিসংঘ এ ঘটনার জন্য ইয়েমেনে যুক্তরাষ্ট্র নেতৃত্ব আরবজোটকে দায়ী করেন। ইয়েমেনে ১৩,০০০ এর কাছাকাছি শিশু নির্যাতিত হয়েছে বলে তারা জানান। রিপোর্টে আরো উল্লেখ রয়েছে, ইয়েমেনের এই গৃহযুদ্ধের সংঘর্ষে ১১ বছর বয়সী শিশুসেনাদেরও পাওয়া গেছে। এ বিষয়ে শিশু ও সশস্ত্র সংঘাতের জন্য জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভার্জিনা গাম্বা বলেন, ‘শিশুরা সৃষ্টিকর্তার উপহার। প্রতিটা শিশুই শিশুদের মতো বাঁচার অধিকার রাখে। জীবনের এসকল ভুলগুলো সংশোধন করে নতুন করে বাঁচার অধিকার রয়েছে প্রতিটা শিশুর’ তিনি আরো বলেন, রিপোর্ট অনুযায়ী নির্যাতন ও সংঘর্ষের মাঝে জড়িয়ে যাওয়া এই ২১,০০০ শিশু মূলত ইরাক, মায়ানমার, কঙ্গো, দক্ষিণ সুদান ও ইয়েমেনের যারা নানানভাবে জর্জরিত হচ্ছে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়