শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭১.৩ বিলিয়ন ডলারে ফক্সকে কেনার অনুমতি পেলো ডিজনি

আসিফুজ্জামান পৃথিল : ৭১.৩ বিলিয়ন ডলারে ফ´ এন্টারটেইনমেন্টকে ক্রয় করার অনুমতি পেয়েছে ডিজনি। বুধবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এই অনুমতি দিয়েছে। এর ফলে কমকাস্টকে পেছনে ফেলে ফক্স এর মালিকানা পেতে যাচ্ছে তাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দি ওয়াল্ট ডিজনি।

ফক্স মুভি ফ্যাঞ্চাইজ এবং এবং টেলিভিশন শো নিয়ে ডিজনি এবং কমকাস্ট এর মাঝে বিডিং যুদ্ধ চলছিলো। উভয়েই ফক্সকে কিনে নিয়ে বিনোদোন ব্যবসায় নেটফ্লিক্স এবং অ্যামাজনকে টেক্কা দিতে চায়। এই চুক্তির আওতায় অবশ্য ফক্স নিউজ, ফক্স বিজনেস এবং ফক্স স্পোর্টস নেই। এই চুক্তি অনুযায়ী ডিজনি এবং ফক্স এন্টারটেইনমেন্ট একিভূত হতে যাচ্ছে। এর ফলে একত্রে দেখা যেতে পারে দুই কোম্পানির ঐতিহাসিক চরিত্রগুলোকে। ডিজনির রয়েছে মিকি মাউস, স্কাইওয়াকার, মার্ভেল সুপার হিরোর মতো চরিত্র। অপরদিকে ফক্সের রয়েছে এক্স ম্যান, অ্যাভাটর এবং দ্য সিম্পসসন এর মতো ফ্রাঞ্চাইজি।

ডিজনির মালিকানায় রয়েছে এবিসি, পিক্সার, মার্ভেল স্টুডিও এবং স্টার ওয়ারস এর প্রডিউসার লুকাস ফিল্ম। এছাড়াও ফক্সের মাধ্যমে তারা পেতে যাচ্ছে এফএক্স নেটওয়ার্কস, ন্যাশনাল জিওগ্রাফিক এবং ৩০০ এর অধিক আন্তর্জাতিক চ্যানেল। ইএসপিএন এন মালিক ডিজনি অবশ্য ফক্স এর হাতে থাকা আঞ্চলিক ক্রিড়া চ্যানেলগুলোর মালিকানা পরিত্যাগে রাজি হয়েছে। এগুলো আঞ্চলিক বাজারো আঞ্চলিক দলগুলোর খেলা সম্প্রচার করে থাকে। যেমন ইয়েস নেটওয়ার্ক। এরা নিউইয়র্কে নিউইয়র্ক ইয়াঙ্কিস এর খেলা সম্প্রচার করে থাকে। - রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়