শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৩:০১ রাত
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেসকোর সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে : গণশুনানীতে বক্তারা

স্বপ্না চক্রবর্তী : ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো)’র সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে বলে গণশুনানিতে মন্তব্য করেছেন বক্তারা।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে ডেসকো’র মিরপুর জোন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা এবং গনশুনানীতে উপস্থিত বক্তারা এ মন্তব্য করেন। এসময় ডেসকোর কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠানটির কর্মকর্তা/কর্মচারীদের নিরলস পরিশ্রমের আর সুনির্দিষ্ঠ দিকনির্দেশনায় ডেসকোর সিস্টেম লস ৪৬ দশমিক ৪৪শতাংশ থেকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

শুনানীতে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহিদ সারোয়ার, নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌশলী নূর মোহাম্মদ, নির্বাহী পরিচালক (সংগ্রহ) প্রকৌশলী মো. মোস্তফা কামাল, ডেসকো’র মিরপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাকির হোসেন। এছাড়া গ্রাহকদের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিদ্যালয়ের গভর্নিং কমিটর সভাপতি এখলাস মোল্লা, এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহিদ সারোয়ার জানান, তৎকালীন ডেসা থেকে অধিগ্রহণ করে মিরপুর এলাকায় প্রায় ৪০টি মত ট্রান্সফরমার নষ্ট অবস্থায় ছিল যা পরিবর্তন করা ডেসার পক্ষে সম্ভব হয়নি। ডেসকো মিরপুর এলাকার অধিগ্রহণের পর থেকেই উক্ত ট্রান্সফরমারগুলি পরিবর্তন করে। যা স্বল্প সময়ের মধ্যেই সমাধান করা সম্ভব হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাই, ওভার লোডেড ট্রান্সফরমার এর বিপরীতে নতুন ট্রান্সফরমার স্থাপনসহ গ্রাহক সেবায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে ডেসকো বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত কোম্পানী আইন ১৯৯৬ এর আওতায় ১৯৯৬সালের ৩নভেম্বর পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো) প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন ডেসা থেকে ২৪ সেপ্টেম্বর ১৯৯৮সালে মিরপুর এলাকা অধিগ্রহণের মাধ্যমে মাঠ পর্যায়ে ডেসকো বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। দ্রুত ও উন্নতর সেবা প্রদানের মাধ্যমে সম্মানিত গ্রাহকদের সন্তুষ্টি ছিলো ডেসকো’র মূল্য লক্ষ্য। এই অগ্রগতি ও সাফল্যের ধারাবাহিকতায় সরকারি সিদ্ধান্তের আলোকে গুলশান, বারিধারা, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, ডুমনীসহ টংগী পৌরসভার একাংশ ডেসকো কার্যক্রমের আওতাভুক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়