শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনগাজি হামলা: লিবিয়া জঙ্গীকে ২২ বছরের জেল দিলো যুক্তরাষ্ট্র

ইফ্ফাত আরা: যুক্তরাষ্ট্রের বেনগাজি শহরে ২০১২ সালে হওয়া হামলায় জড়িত থাকার অভিযোগে এক লিবিয়ান জঙ্গীকে ২২ বছরের জেল দিয়েছে মার্কিন আদালত। ২০১২ সালে সংগঠিত হওয়া এই হামলায় মার্কিন রাষ্ট্রদূত জে. ক্রিস্টোফার স্টিভেন্সসহ আরও তিনজন নিহত হন।

একজন আইনজীবী জানান, আহমেদ আবু খাত্তালা নামের এ ব্যক্তি বেনগাজি হামলার মূল হোতা ছিলেন। যেখানে মার্কিন রাষ্ট্রদূত জে. ক্রিস্টোফার স্টিভেন্সসহ আরও তিনজন নিহত হন। তবে এই রায়ে তিনি নিতান্তই কম অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে ‘উবায়েদা বিন যারাহ’ নামক এক চরমপন্থী দলের প্রধান হচ্ছেন খাত্তালা । এই দল থেকেই বেনগাজি হামলাটি সংগঠিত হয়েছিলো। গত নভেম্বরে ১৮টি মামলার ভেতর জঙ্গীদের অস্ত্র সরবরাহ, সমর্থন প্রদান, নিজে অস্ত্র বহন ও বিদ্বেষমূলকভাবে অন্য দেশের সম্পদ ধ্বংস করাসহ চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন খাত্তালা। তবে হত্যাকান্ড ও অন্যান্য অভিযোগে নির্দোষ প্রমাণিত হন।

উল্লেখ্য, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের বেনগাজি শহরে কূটনৈতিক ভবণে সন্ত্রাসীরা হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। এতে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসহ দূতাবাসের একজন প্রযুক্তিবিদ নিহত হন। পরবর্তীতে সিআইএ ভবণে হামলাকারীদের গুলি বর্ষণে সাবেক দুই মার্কিন নৌবাহিনী কর্মকর্তা নিহত হন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়