শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০১৮, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রোয়েশিয়াকে আর্জেন্টিনার বিশেষ ধন্যবাদ!

স্পোর্টস ডেস্ক : উপকারীর উপকার স্বীকার করে নিল কৃতজ্ঞ আর্জেন্টাইনরা। শুধু স্বীকার করা নয়, উপকারের প্রতিদান হিসেবে ক্রোয়েশিয়াকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনার মানুষ। ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি ডেভর সুকের নিজেই বলেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টাইনরা।

ফুটবলপ্রেমী মাত্রই জানেন, আর্জেন্টাইনরা এভাবে ক্রোয়েশিয়াকে ধন্যবাদ দেওয়ার কারণ কি ? বাদ পড়ার শঙ্কা মুছে আর্জেন্টিনা যে শেষ পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে, সেই কৃতিত্ব শুধু আর্জেন্টিনা দলের একার নয়। পেছন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ক্রোয়েশিয়াও। বলা যায়, আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে উঠার পেছনে মেসিদের কৃতিত্ব যতটা, ক্রোয়েশিয়ার অবদানও ঠিক ততটাই।

সাদা চোখে দেখা যাচ্ছে, শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে আর্জেন্টিনা। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে এই জয়ও আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে উঠার জন্য যথেষ্ট হতো না, যদি অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড জিতে যেত। বরং নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের ওই জয়ের পরও বিশ্বকাপ স্বপ্ন গ্রুপপর্বেই চুরমার হয়ে যেত আর্জেন্টিনার। ওই জয়ের পরও মেসিদের কাঁদতে হতো স্বপ্নভঙের যন্ত্রণায়। ক্রোয়েশিয়া আইসল্যান্ডকে জিততে দেয়নি বলেই বাদ পড়ার শঙ্কা মুছে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে আর্জেন্টিনা।
অকৃতজ্ঞরা বলতে পারেন, ক্রোয়েশিয়া হয়তো নিজেদের জন্যই গ্রুপের শেষ ম্যাচে আইসল্যান্ডকে হারিয়েছে! কিন্তু আর্জেন্টাইনরা অকৃতজ্ঞ নন। কারণ আর্জেন্টাইনরা ভালো করেই জানত, শেষ ম্যাচে আইসল্যান্ডের কাছে হারলেও ক্রোয়েশিয়ার কিছু এসে-যেত না। কারণ, প্রথম দুই ম্যাচে জিতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলে ক্রোয়েশিয়া। নিশ্চিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায়ও। আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাই ক্রোয়াটদের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়