শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ১২:২৯ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০১৮, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চামড়া বাড়াতে জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়ার মাথায় বেলুন পরানো হবে

রিকু আমির : প্লাস্টিক সার্জারির মাধ্যমে জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়ার মাথায় বেলুন পরানো হবে। এর মাধ্যমে চামড়া বৃদ্ধি পাবে, যা হবার পর মাথা আলাদা করতে চূড়ান্ত অপারেশনের ধাপে যাবেন চিকিৎসকরা।
এই চিকিৎসা ব্যবস্থাপনার প্রধান, শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা অধ্যাপক সামন্ত লাল সেন এ প্রতিবেদককে জানান, আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহে হাঙ্গেরি থেকে দক্ষ সার্জন আসার পর এটা করা হবে। এর তিন মাস পর মাথা আলাদা করার অপারেশন করার পরিকল্পনা আছে। প্রথম অপারেশনে হাঙ্গেরির একজন নিউরো সার্জন ছিলেন, দ্বিতীয় অপারেশনে ওই সার্জনই জার্মানি থেকে একজন প্লাস্টিক সার্জন আনবেন।
গত বছরের ২০ নভেম্বর ঢামেক বার্ন ইউনিটে ভর্তির পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খরচে রাবেয়া-রোকেয়ার চিকিৎসা হচ্ছে। তাদের বাবা-মা পাবনার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুন। রাফিয়া (৬) নামের আরেক কন্যাশিশু আছে এই দম্পত্তির।
পাবনা সদরের একটি হাসপাতালে সিজারের মাধ্যামে রাবেয়া ও রোকেয়ার জন্ম। তাদের বয়স যখন ৫দিন, তখন থেকেই ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। অসংখ্যবার এখানে চিকিৎসা দেয়া হয়।
রাবেয়া-রোকেয়ার চিকিৎসায় যুক্ত ঢামেক হাসপাতালের একজন সহকারী অধ্যাপক নাম না প্রকাশের শর্তে জানান, দ্বিতীয় অপারেশনের জন্য ৩০ থেকে ৫০ লাখ টাকার যন্ত্রপাতিই লাগবে। এসব বিদেশ থেকে আনতে হবে, যা কেনাকাটার জন্য কাজ শেষ পর্যায়ে।
গত ফেব্রুয়ারির ২৮ তারিখে প্রায় দুই বছর বয়সী শিশুদের মস্তিষ্কের একটি রক্তনালী সফলভাবে ব্লক করা হয়। ওই সহকারী অধ্যাপক জানান, এমআরআই করে দেখা যায়, অন্যদিক দিয়ে রক্তনালী সক্রিয় হয়েছে। এই অপারেশনে সর্বমোট খরচ ছিল প্রায় ২০ লাখ টাকা।
চিকিৎসকরা জানান, রাবেয়া-রোকেয়ার দুই ব্রেনের জন্য দুটি রক্তনালী থাকার কথা। কিন্তু আছে একটি। আরও রক্তনালী সক্রিয় করতে প্রথম অপারেশন করা হয়। তাদেরকে পূর্ণ সুস্থ্য করতে অবশ্যই দুটো রক্তনালী লাগবে। দুই ব্রেনে দুটো রক্তনালী কাজ করবে।
প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক জানান, দ্বিতীয় অপারেশন মে মাসেই হবার কথা ছিল। কিন্তু মারাত্মক ঝুঁকি থাকায় বিদেশি চিকিৎসকরা সম্মত হননি। তারা সময় চেয়েছেন, তাদের সঙ্গে প্রতিনিয়ত ই-মেইলে যোগাযোগ হচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়