শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০১৮, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তের শূন্য রেখায় রোহিঙ্গা শিশুকে বিজিপির গুলি

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা শিশুকে গুলি করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার কোনারপাড়া শূন্যরেখায় এ ঘটনা ঘটে বলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইমন চৌধুরী জানান।

গুলিবিদ্ধ আনসার উল্লাহ (১২) কোনারপাড়ার শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জমির হোসেনের ছেলে।

তারা মিয়ানমারের রাঙ্গাবালি এলাকা থেকে এসেছে বলে ক্যাম্পের রোহিঙ্গা কমিউনিটি নেতা (মাঝি) আরিফ উল্লাহ জানিয়েছেন।

বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ শিশুটিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পরিদর্শক ইমন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে কোনারপাড়া শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে কিছু শিশু খেলছিল। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি আকস্মিক গুলি ছুড়লে এক রোহিঙ্গা শিশু আহত হয়। পরে ক্যাম্পের বাসিন্দারা গুলিবিদ্ধ আনসার উল্লাহকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করে।

বিজিপির গুলি ছোড়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা নিশ্চিত নন বলে জানান পরিদর্শক ইমন চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়