শিরোনাম

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ১২:১৩ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০১৮, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৭ সালে সম্পদ বেড়েছে ব্রিটিশ রাজপরিবারের

আসিফুজ্জামান পৃথিল: ২০১৭ সালে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের সম্পদ বেড়েছে। বছরটি বিশেষত প্রিন্স উইলিয়াম, তার স্ত্রী কেট এবং তার ভাই প্রিন্স হ্যারির জন্য অসাধারণ ছিলো।

বৃহস্পতিবার ব্রিটিশ রাজপরিবারের আয়ের উৎস, অর্থ বন্টন এবং খরচের উৎস সম্পর্কে দুটো নথি প্রকাশিত হয়েছে। এই দুই নথিতে ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের হিসেব দেয়া হয়েছে। একটি নথিতে বলা হয়েছে ডিউক ও ডাচেস অফ কেমব্রিজ এবং ডিউক অফ সাসেক্সের জন্য বরাদ্দকৃত অর্থ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাদের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫ মিলিয়ন পাউন্ড। এদিকে বিগত কয়েক বছরে ব্যয়ের পরিমাণ বাড়িয়েছেন প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ডাচেস অফ কর্ণওয়েল ক্যামেলিয়া। ২০১৭ সালে তাদের ব্যায় বেড়েছে ১০ শতাংশ। গত মে মাসের ১৯ তারিখে মেগান মার্কেলের সাথে প্রিন্স হ্যারির বিয়ের খরচ নিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেলেও ব্রিটিশ সরকার বা রাজপরিবার এই ব্যাপারে মুখ খুলেনি। এদিকে জানা গেছে উইলিয়ামস রাজকার্জে আরো দায়িত্ব গ্রহণ করেছেন। তাই তার বরাদ্দ বেড়েছে। আর পারিবারিক জীবন শুরুর কারণে বরাদ্দ বেড়েছে হ্যারির।

প্রিন্স চার্লস এবং ক্যামেলিয়ার আয়ের বড় উৎস বিভিন্ন প্রাইভেট এস্টেট। এর মধ্যে সবচেয়ে বেশী অর্থ আসে ১৩৩৭ সালে প্রতিষ্ঠিত এস্টেট ডাকি অফ কর্ণওয়েল থেকে। শূধু এই এস্টেট থেকেই ২০১৭ অর্থবছরে দুজনের আয় ২১.৭ মিলিয়ন পাউন্ড। যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশী। তারা রাণী এলিজাবেথ এর কাছ থেকেও ভ্রমণ বাবাদ কিছু ভাতা পেয়ে থাকেন।

এদিকে রাণী এলিজাবেথের আয়ের প্রধান উৎস ক্রাউন এস্টেটের আওতায় থাকা একরের পর একর সম্পদ। এর আওতায় থাকা খামার এবং সম্পদ থেকে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন পাউন্ড আয় হয়। এর বড় অংশই জমা হয় সরকারি কোষাগারে। আর বাকি ২৫ শতাংশ অর্থ সার্বোভৌম অর্থ হিসেবে চলে যায় রাণীর অ্যাকাউন্টে। এর থেকে রাজপরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ব্যয়ও নির্বাহ হয়। গত বছর এরকম ৩০০০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ১৫০ অনুষ্ঠানে রানী নিজে উপস্থিত ছিলেন। গত অর্থবছরে রাণী এই সার্বোভৌম উৎস থেকে করমুক্ত ৭৬.১ মিলিয়ন পাউন্ড আয় করেছেন। যা বিগত বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশী। এই অর্থের একটি অংশ দিয়ে আগামী ১০ বছরের জন্য বার্কিংহাম প্যালেসের সংস্কার করা হবে। চলতি বছরে তার আয় আরো ৮ শতাংশ বৃদ্ধি পাবে। এছাড়াও নথিটি আরো জানিয়েছে সম্পত্তির ভাড়া বাবদ রাণীর আরো ১৭.৩ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত আয় হয়েছে। - সিএনএন মানি

  • সর্বশেষ
  • জনপ্রিয়