শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০৪:০৯ সকাল
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশ থেকে আসবে কৃষির সঠিক তথ্য, লোকসান কমবে

উম্মুল ওয়ারা সুইটি : কৃষিতে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এবার নতুন যুগের ঘোষণা আসছে। ইউরোপীয় কমিশনের (ইসি) মহাকাশ প্রকল্প কোপারনিকাস কৃষি খাতে কারিগরি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এই বার্তা নিয়ে আসছে। এর ফলে মহকাশ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে কৃষিপ্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আরো সমৃদ্ধ হবে। মাঠপর্যায়ে এ জ্ঞান কাজে লাগিয়ে কৃষকরা লোকসানের পরিমাণ আরো কমিয়ে আনতে পারবেন। কোপারনিকাস প্রকল্পের আওতায় প্রাপ্ত তথ্য বিনামূল্যে ব্যবহার করা যাবে।

সম্প্রতি স্পেস এজেন্সির (ইএসএ) সঙ্গে যৌথভাবে এ প্রকল্প দ্রুত শেষ করতে কাজ করছে ইসি। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় একক মহাকাশ পর্যবেক্ষণ প্রকল্প কোপারনিকাস। ইউরোপিয়ান কোপারনিকাস প্রকল্পের আওতায় বেশকিছু স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে সেন্টিনেল-১ ও ২ স্যাটেলাইট কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। সেন্টিনেল-১ রাডারের ছবিসহ কৃষিপ্রযুক্তিতে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। সেন্টিনেল-২ মহাকাশ থেকে বিভিন্ন ধরনের তথ্যের পাশাপাশি ভূপৃষ্ঠের হাই-রেজল্যুশনের ছবি তুলে পাঠায়। এমনকি মেঘাচ্ছন্ন পরিবেশ কিংবা গভীর রাতের ঝকঝকে ছবি পাঠাতে সক্ষম এ স্যাটেলাইট। এসব তথ্য-ছবি গ্রহণ ও বিশ্লেষণের জন্য ভূপৃষ্ঠে বিশেষ সেন্সর রয়েছে। পরবর্তীতে সেন্টিনেল-২-এর পাঠানো এসব ছবি বিশ্লেষণ করে কৃষিজমিতে সার ও কীটনাশক দেয়ার উপযুক্ত সময় নির্ধারণ, আবাদকালীন শস্যের রোগ শনাক্ত, সেচের সময় নির্ধারণসহ নানা বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেয়া সহজ হয়। ফলে কৃষি ব্যবস্থায় সম্ভাব্য ভুল সিদ্ধান্ত গ্রহণের পরিমাণও কমিয়ে আনার সুযোগ তৈরি হয়। কমে আসে ব্যয় ও লোকসানের আশঙ্কা।

কোপারনিকাস প্রকল্পে যুক্ত রয়েছে স্পেনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট (সিডিটিআই)। প্রতিষ্ঠানটির মুখপাত্র মনিকা লোপেজ বলেন, কোপারনিকাস প্রকল্প থেকে প্রাপ্ত তথ্য বিনামূল্যে ব্যবহার করা যায়। তাই এ প্রকল্পটি কৃষিপ্রযুক্তি খাতে যুগান্তকারী পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখছে। ব্যবসার নতুন নতুন সুযোগ তৈরি করছে। লোপেজ বলেন, প্রতিকূল আবহাওয়ার সময়ও সেন্টিনেল স্যাটেলাইট ভূপৃষ্ঠের ঝকঝকে ছবি পাঠাতে পারে। এসব ছবি ও তথ্য কৃষিপ্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসার বড় সুযোগ তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়