শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট চুরিতে আওয়ামী লীগ নির্লজ্জতার পরিচয় দিয়েছে

রোকেয়া চৌধুরী বেবী : গাজীপুর সিটি নির্বাচন হয়েছে, সে নির্বাচন সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়নি। নির্বাচনের আগে নির্বাচনের ব্যালেট পেপারে নৌকায় সিল মেরে ব্যালেট বক্স ভরা হয়েছিল। এমন ভাবে ভোট গণতান্ত্রিক রাষ্ট্রে মেনে নেওয়া যায় না। সেখানে নির্বাচনের রুম থেকে পুলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অনেক ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। এছাড়া অনেক মানুষ ভোট দিতে এসেছে, সে ভোট দিতে এসে দেখেছে, তার ভোট আওয়ামী লীগের কোন প্রার্থী  দিয়ে দিয়েছেন।

একইভাবে খুলনায়ও এমন নির্বাচন হয়েছে। সেখানেও এমনভাবে ভোট চুরি হয়েছে। একজনের ভোট আরেক জন দিয়েছে। সেটির প্রতিচ্ছবি গাজীপুরে দেখা গিয়েছে।  খুলনায় যে প্যাকেজ করেছে, সে একই প্যাকেজ অনুসারে গাজীপুরে নির্বাচন করেছে। এ প্যাকেজটি হচ্ছে নির্বাচনি প্যাকেজ।

এ প্যাকেজের ছক আগে থেকে বর্তমান সরকার এঁকে রেখেছেন। প্রত্যেকটি মানুষের চুরির একটি শেষ থাকে। কিন্তু বর্তমান সরকারি দলের লোকজনের চুরির কোন শেষ নেই। তারা চুরি করে ধরা খাচ্ছে। প্রত্যেকটি টেলিভিশন, পত্রিকায় সেটি প্রমাণিত হচ্ছে  কিন্তু তাদের কোন লজ্জা হয় না। বর্তমান সরকার এবং সরকারের লোকজন একটি নির্লজ্জ অবস্থানে আছে।

পরিচিতি : যুগ্ম-সাধারণ সম্পাদক, বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ/ মতামত গ্রহণ : রামিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা :মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়