শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০৬:২০ সকাল
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবিলম্বে শিশুদের পরিবারবিচ্ছিন্নতা অবসানের নির্দেশ মার্কিন আদালতের

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স' নীতির কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া শিশুদেরকে ৩০ দিনের মধ্যে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়াগো ফেডারেল আদালতের বিচারক এ রায় দেন।

রায়ে যুক্তরাষ্ট্র সরকারকে ১৪ দিনের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদেরকে তাদের বাবা-মায়ের কাছে ফেরত দেওয়া এবং ৫ ও এর বেশি বয়সী শিশুদের ৩০ দিনের মধ্যে তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অবৈধ অভিবাসন নির্মূলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিশেষ করে মেকিস্কো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের আটক করে তাদের সন্তানদের কাছ থেকে আলাদা করে ফেলা হচ্ছে।

এ কারণে এবছর মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার শিশু বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে তাদের বিচার শুরু হয়েছে এবং বিচার চলাকালে তাদের আটক রাখা হবে। যা নিয়ে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। বর্তমান ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এবং সাবেক ফার্স্ট লেডি লরা বুশ শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার সমালোচনা করেছেন।

নানামুখী সমালোচনা ও বিতর্কের চাপে পড়ে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসনের দায়ে আটক ব্যক্তিদের তাদের শিশু সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন না করে বরং একসঙ্গে ডিটেনশন সেন্টারে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, “আমরা পরিবারের সদস্যদের বিচ্ছিন হয়ে পড়া দেখতে পছন্দ করি না।”

যুক্তরাষ্ট্রের ১৭টি অঙ্গরাজ্যে ট্রাম্প প্রশাসনের এই নীতিকে চ্যালেঞ্জ করা হয়েছে। এর মধ্যে ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় মামলার শুনানি শুরু হয়েছে।

গত বছর অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসার পর ছয় বছরের মেয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এক মায়ের পক্ষে আমেরিকান সিলিভ লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) সান ডিয়াগো ফেডারেল আদালতে এই মামলা দায়ের করে।

যার ভিত্তিতে মঙ্গলবারের রায় আসে, যা দেশজুড়ে কার্যকর হবে।

রায়ে বিচারপতি ডানা সাব্রাও বলেন, “সরকারের নিজের সৃষ্ট বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি শান্ত করতে এ রায় দেওয়া হচ্ছে।”

সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়