শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০৬:১৮ সকাল
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাফিক আইন না মানায় একদিনে ২৪ লাখ টাকা জরিমানা

সুশান্ত সাহা : রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সারা দিন এই অভিযান চলে। অভিযানে ট্রাফিক আইন না মানায় প্রায় ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। আজ সন্ধ্যায় ডিএমপির ট্রাফিক বিভিাগ থেকে এ তথ্য জানানো হয়।

ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে ৩ হাজার ২০৫টি মামলা ও ২৩ লাখ ৯১ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। এ সময় ৩৮টি গাড়ি ডাম্পিং ও ৬৬৭টি গাড়ি রেকার করা হয়।

এছাড়া, উল্টো পথে গাড়ি চালানোর কারণে ৩০৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অভিযোগে ৪৯টি, হুইটার, বিকন লাইট ব্যবহার করার জন্যে ৬টি ও কালোগ্লাস লাগানোর অপরাধে ১৩টি মাইক্রোবাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ।

অভিযানে অন্যান্য ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৩২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৬৮টি মোটর সাইকেল আটক করা হয়। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার কারণে ৪০টি ভিডিও মামলা ও ২৯টি সরাসরি মামলা করা হয়। প্রতিদিন এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ট্রাফিক বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়