শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০২:৩৪ রাত
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে ২৪৩ জন জঙ্গীর মধ্যে ৬০ জনই বিদেশী : পুলিশ

ইফ্ফাত আরা: : ভারতের কাশ্মীর উপত্যকায় জঙ্গীবিরোধী অভিযান চলছে। মঙ্গলবার কাশ্মীরি পুলিশ জানায় তাদের তালিকায় ২৪৩জন তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে। এদের মধ্যে ৬০ জনই বিদেশী নাগরিক।

মঙ্গলবার ভারতীয় প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পুলিশের একজন জেষ্ঠ্য কর্মকর্তার বরাত দিয়ে জানায়, সন্ত্রাসবাদ তৎপরতায় গত ছয় মাসেরও কম সময়ে আরো ৭০ জন নতুন জঙ্গী সংযুক্ত হয়েছে। এদের অনেকে আবার উচ্চ শিক্ষায় শিক্ষিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী কাশ্মীর উপত্যকায় ২৪৩ জনের মতো জঙ্গী অবস্থান করছে এর মধ্যে ৫৯ জন হলো বিদেশী জঙ্গী বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আরো ১৫জন জঙ্গী জাম্মু অঞ্চলে রয়েছে। তিনি আরো বলেন, মোট ১৮৮ জন স্থানীয় জঙ্গী ও ৭০ জন বিদেশী অবস্থান করছে জাম্মু এবং কাশ্মীরে।

জঙ্গী অভিযান যথারীতি চলবে। বন্দুকযুদ্ধ বন্ধ ছিলো শুধুমাত্র রোজার সময়। এখন আবার তা চলমান হবে বলে তিনি জানান। রোজায় যুদ্ধবিরতির সময় জঙ্গীদের কাজের তৎপরতা আরো বেড়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। এই বছরে গত পাঁচ মাসের ভেতর নতুন করে ৭০ জন জঙ্গী যোগদান করেছে বলে তিনি বলেন। ২০১৭ সালে ১২৭ জন জঙ্গী সন্ত্রাসবাদে যোগদান করেছে এবং ২০১৬ তে ৮৮ জন কাশ্মীরের উপত্যকায় জঙ্গীবাহিনীতে যোগদান করেছে বলে পুলিশ কর্মকর্তাটি জানান। এদিকে কাশ্মীরের জঙ্গীবাদে এখন উচ্চ শিক্ষিতদের যোগদান করার নতুন প্রবণতা দেখা গেছে। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়