শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০১:৫৬ রাত
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় পৃথক ঘটনায় শিশুসহ নিহত তিন

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় চার্জার ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আনিকা ( ৮) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার গগনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিকা উপজেলার মিঠাপুর গ্রামের আসাদুজ জামানের মেয়ে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাজহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে পত্নীতলা বাজার থেকে কেনাকাটা শেষে বাবার সঙ্গে চার্জার ভ্যানে করে বাড়িতে ফিরছিল আনিকা। পথে গগনপুর বাজারে আসলে শিশুটির গলায় থাকা ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে, নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আলিফ দেড় মাসের এক নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক সড়কের উপজেলার লালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবজাতক উপজেলার শিবপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, দুপুরে আলিফকে টিকা দেয়ার জন্য তার মা-মামি ও মামা মোটরসাইকেলে জয়পুরহাট সদর হাসপাতালে যাচ্ছিলেন। তারা লালীপাড়া এলাকায় আসলে জয়পুরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নকজাতক আলিফ ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় তার মা-মামী এবং মামা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, নওগাঁর মহাদেবপুরে উপজেলায় একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে আব্দুল জব্বার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কিছু শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নাটশাল এলাকার কফিল অ্যান্ড রাজ্জাক অ্যাগ্রো লিমিটেড রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার উপজেলার জোয়ানপুর গ্রামের মৃত তফের উদ্দীনের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে কফিল অ্যান্ড রাজ্জাক অ্যাগ্রো লিমিটেডের বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল জব্বারের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত থানায় কোর অভিযোগ আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়