শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকআউট পর্বে আর্জেন্টিনা – ফ্রান্স মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার দিবাগত রাতে নাইজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়ে দ্বিতীয় নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। এই রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ ফ্রান্স। পল পগবা, গ্রিজম্যান, এমবাপ্পে, জিরুদদের ফরাসি দলটাকে এবারের আসরে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভাবা হচ্ছে। মনে করা হচ্ছে, ঘাম ঝড়িয়ে নকআউট পর্বে ওঠা সাদা-আকাশি জার্সিদের কঠিন পরীক্ষাই নেবে ফ্রান্স।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা ভালো হয়নি। আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই পয়েন্ট হাতছাড়া করে মেসির দল। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তো বিধ্বস্তই হয় আর্জেন্টিনা। তাই দ্বিতীয় মাচে মাঠার নামার আগে জয় ছাড়া বিকল্প আর কোনো রাস্তা ছিল না মেসিদের সামনে। নাইজেরিয়াকে পেয়ে দারুণভাবে জ্বলে ওঠেন মেসি অ্যান্ড কোং। সুপার ঈগলদের ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তাদের জয় নিশ্চিত হয় আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ায় ২-১ গোলে জয় পাওয়ায়।

এর আগে ‘সি’ গ্রুপ থেকে সেরা হয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফ্রান্স। বিশ্বকাপের সুচি অনুযায়ী সি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল খেলবে ‘ডি’ গ্রুপের রানার আপ দলটির সঙ্গে। সেই হিসেবে ৩০ জুন, শনিবার রাত আটটায় ফ্রান্সের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে উরুগুয়ে-পতুর্গালের ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়