শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ১২:৩৩ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০১৮, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লির কাছে অর্থনৈতিক বিনিয়োগ সহায়তা চাইলেন বাংলাদেশ রাষ্ট্রদূত

স্বপ্না চক্রবর্তী : নয়া দিল্লিতে অনুষ্ঠিত এক সেমিনারে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে অভিযাত্রার সক্ষমতা অর্জনে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগীতা আহ্বান জানান।

বুধবার ‘বাংলাদেশের পলিটিক্যাল ইকনোমি’ বিষয়ক সেমিনারে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার লক্ষ্যনীয় সাফল্য অর্জন করে চলেছে। ক্রমবর্ধমান উন্নয়ণশীল খাতগুলোতে ভারতের বিনিয়োগ সহযোগীতা করার আহ্বান জানান। জরহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ কর্তৃক আয়োজিত সেমিনারে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম অংশ নেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জগদেশ কুমারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো: আবুল কালাম আজাদ, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ।

এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি এসময় দেশটির ব্যবসায়ি নেতা, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় শেষে বলেন, ভারত এবং ভিয়েতনামের পাশাপাশি বাংলাদেশও বর্তমানে দ্রুতবর্ধনশীল একটি অর্থনৈতিক শক্তি। তাই বাংলাদেশ সরকারের দেওয়া বিভিন্ন বিনিয়োগ সুবিধা গ্রহণ করে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় বিনিয়োগকারিদের বিনিয়োগে আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়