শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুয়েটের মঞ্চে ঢাবি দলের নতুন প্রযোজনা

রাজু আনোয়ার: আগামী ২৯শে জুন বিকাল ৪টায় কণ্ঠ্যবুয়েটের ২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে আন্তবিশ্ববিদ্যালয় আবৃত্তি উৎসবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’ মঞ্চায়ন করতে যাচ্ছে তাদের মৌলিক পরিবেশনা নৃত্যাবৃত্তি 'জাগো বাঙালি জাগো'। তাসনিম সরকার তনিমা ও তাসনিম হালিম মিমের গ্রন্থনায় এটি নির্দেশনা দিয়েছেন মেহেরুন নাহার মেঘলা।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক সম্পাদক রাগীব রহমান বলেন, “অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলায় সাম্প্রতিক সময়ে চলমান সাম্প্রদায়িক বিদ্বেষ, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, ধনী-দরিদ্রের বৈষম্যসহ নানা অসঙ্গতির সমালোচনা করে এসব অনিয়মের বিরুদ্ধে বাঙালি জাতির জেগে ওঠার উদাত্ত আহ্বান জানানো হয়েছে প্রযোজনাটিতে।”

এর আগেও সংগঠনটি ‘হৃদয়ে বাংলাদেশ’, ‘অস্তিত্বে¡ মোর বাংলাদেশ’, ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’, ‘অনন্ত প্রেম’, ‘বারো মাসে তেরো পার্বণ’, ‘নানা রঙয়ের বাংলাদেশ’, ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’, ‘চেনা অচেনায় নজরুল ইত্যাদি প্রশংসিত ও দর্শকনন্দিত প্রযোজনা মঞ্চস্থ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত ও সমাদৃত হয়েছে।

প্রসঙ্গত, কন্ঠ্যবুয়েঠের দুই দশক পূর্তি উপলক্ষে আগামী ২৮ ও ২৯শে জুন দুইদিনব্যাপী আবৃত্তি উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও অংশগ্রহণ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস প্রমুখ বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়