শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ববি হাজ্জাজের দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

এস এম নূর মোহাম্মদ : ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন চেয়ে করা আবেদনটি দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এ আদেশ দেন। সেইসঙ্গে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে হাইকোর্টের এই নির্দেশনা নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।

জানা যায়, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ তাদের রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বরাবর একটি আবেদন করেছিলেন। গত বছরের ডিসেম্বরে ওই আবেদন করা হয়। নির্বাচন কমিশনের সিডিউল অনুযায়ী গত বছরের ডিসেম্বরের আবেদনগুলো চলতি বছরের মার্চ মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা ছিলো এবং মার্চ মাসেই নতুন রাজনৈতিক দলগুলোর তালিকা বের হবার কথা ছিলো।

আদালতে এনডিএম’র পক্ষে থাকা ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, নির্বাচন কমিশন আবেদন নিষ্পত্তি না করে ঝুলিয়ে রেখেছে। এতে দলটির রেজিস্ট্রেশনের সময় পার হয়ে যাচ্ছে। দলটি স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছেনা। এছাড়াও সামনে জাতীয় নির্বাচন আসছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে দলটি প্রচার-প্রচারণাও করতে পারছেনা। কারন দলের রেজিস্ট্রেশন ছাড়া এগুলো করা সম্ভব নয়। তাই এ রিট দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়