শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ১০:০৭ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৮, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এভাবেও ফিরে আসা যায়

স্পোর্টস ডেস্ক: দেশের জার্সি গায়ে মেসি নিবেদিত নন! তিনি যতটা না আর্জেন্টিনার তার চেয়েও বেশি বার্সেলোনার! সয়ং ম্যারাডোইনাই তো অভিযোগ করেছিলেন: মেসি নেতৃত্ব দিতে অক্ষম। রাশিয়া বিশ্বকাপের শুরুর দুই ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে হারে সমালোচনা পালেও পাচ্ছিলো হাওয়া। কিন্তু তিনি যে মেসি, লিওনেল মেসি; প্রমাণ রাখতে আবারও ঈশ্বরের আশীর্বাদের বাঁ পা নিয়ে হাজির সেন্ট পিটার্সবার্গে।

প্রায় মাঝ মাঠ থেকে এভার বানেগার বাড়ানো বল বাঁ পায়ের উরুর বাইরের অংশে আলতো আঁচড়ে নিয়ন্ত্রণে নিয়ে প্রথমে পায়ের পাতায়, পরের পদক্ষেপে ডান পায়ের দুর্দান্ত শট নাইজেরিয়ার জালে বল। ডু অর ডাই ম্যাচে শুরুর ১৫ মিনিটের মধ্যে দলকে নিজে গোল করে এগিয়ে দিলেনৃ..আর কি চাই? পুরোটা সময় জুড়েই বিশ্ব দেখলো মেসি ম্যাজিক। খেললেন খেলালেনও।
মেসির ওপর প্রত্যাশার চাপটা আগে থেকেই। ম্যারাডোনা উত্তরযুগে ওর্তেগা, বাতিস্তুতা, আয়ালা যারাই এসেছেন বিশ্বমঞ্চে তাদের ওপরই চাপ ছিলো বিশ্বকাপ জয়ের। ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি মেসি জাতীয় দলে আসার পর থেকে চার কোটি আর্জেন্টাইনের সেই প্রত্যাশা বেড়েছে আরও বহুগুণে। মেসিবাহিনীর বিশ্বকাপ মিশন মানেই আলবিসেলেস্তেদের জন্য আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কথিত আছে, এতো এতো প্রত্যাশার চাপ সামলাতে না পেরেই বার বার হোঁচট খাচ্ছেন মেসি-মাশ্চেরানোরা।

তবে নাইজিরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার এ ফুটবল জাদুকরের জন্য পরিস্থিতিটা ছিলো আরও কঠিন। একদিকে বিশ্বমঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর দুর্দান্ত পারফরমেন্স অন্যদিকে নিষ্প্রভ মেসি। সমালোচনার তীঁর ছুটছিলো চারদিক থেকেই।

এর মাঝে চাউর সাম্পাওলির সঙ্গে জমছেনা মেসিদের রসায়ন। খেলোয়াড়রা চাইছিলেন নাইজেরিয়া ম্যাচের আগেই যেনো বিদায় করা হয় সাম্পাওলিকে। তার দূরহ ছঁকে মানিয়ে উঠতে পারছেনা ফুটবলাররা। আগুয়েরোর বক্তব্যে সেটা স্পষ্টও হয়ে উঠেছিলো অনেকাংশে।

তবে, শেষ পর্যন্ত ফুটবলেই জয়। মেসি ম্যাজিকে আবারও উদ্ধার আর্জেন্টিনা। গ্রুপ পর্বে বিদায়ের লজ্জা এড়িয়ে শেষ ষোলয় আলবিসেলেস্তেরা। গোলের পর দৌঁড়ে এসে সাম্পাওলিকে জড়িয়ে ধরাটাও স্বস্তি দিয়েছে আর্জেন্টাইন ফুটবল ভক্তদের। আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্ব সেরা।চ্যানেলআই অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়