শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০৯:০১ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে শেষ ষোল নিশ্চিত করতেই মাঠে নামবে ব্রাজিল

এম এ রাশেদ: এবারের রাশিয়া বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‘ই’ গ্রুপে নিজেদের সুইজ্যারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নেমে ১-১ গোলে ড্র করেছে নেইমার-কৌতিনহোরা।
যদিও পরের ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে দুই গোলে মান বাঁচালো নেইমাররা।
দুই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট এখন চার। দলটি পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড।
প্রথম ম্যাচে সুইজ্যারল্যান্ডের বিরুদ্ধে হোঁচট খাওয়ার পর পরের ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে বেশ উজ্জীবিত ব্রাজিল গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মস্কোতে সার্বিয়ার মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায়।
সার্বিয়া অবশ্য নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে হারিয়ে ইতোমধ্যে নিজেদের নামের পাশে যোগ করেছে পূর্ণ পয়েন্ট (তিন)।
যার কারণে সার্বিয়ার সামনেও দারুণ সুযোগ থাকছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার।
যদিও শক্তিমত্তা, অভিজ্ঞতায় যোজন-যোজন এগিয়ে থাকার পাশাপাশি এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হলেও দিনশেষে যে দল ভালো খেলবে তারাই জিতবে ম্যাচটি।
তাই বলা যায় এ ম্যাচে সার্বিয়া যদি ব্রাজিলকে সত্যি সত্যি হারিয়ে দেয় সেক্ষেত্রে শেষ ষোল নিশ্চিত করবে দলটি।
আর ব্রাজিল যদি ম্যাচটি জিতে নেয়, ব্রাজিলের পয়েন্ট হবে ৭। যদি ম্যাচটি নেইমাররা ড্র করে, তবে তাদের পয়েন্ট হবে ৫।
এদিকে একই সময়ে দিনের অন্য খেলায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কোস্টারিকা। দুই দলের মধ্যে সুইজারল্যান্ডের নামের পাশে ৪ পয়েন্ট থাকলেও এখনো পয়েন্টশূন্য কোস্টারিকা।
‘ই’ গ্রুপে ব্রাজিল- সুইসদের পয়েন্ট সমান (৪)।
তাই অনেকটাই নিশ্চিতকরেই বলা যায় ‘ই’ গ্রুপ থেকে ব্রাজিল- সুইস দল দুইটিই যাচ্ছে পরের রাউন্ডে।
সবমিলিয়ে ব্রাজিল- সার্বিয়া আর সুইজারল্যান্ড ও কোস্টারিকা ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না নিশ্চিতকরেই।
তবে এটা কিন্তু অনুমেয় যে, ব্রাজিল ও সুইজারল্যান্ড দল দু’টি যদি নিজ নিজ খেলায় জয়ী হয় সেক্ষেত্রে যে কোন একটি দল পয়েন্ট গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোল নিশ্চিত করবে।
গত ম্যাচে সার্বিয়া সুইসদের কাছে হারলেও অসাধারণ ফুটবল নৈপূণ্য প্রর্দশন করেছে।
যার কারণে দলে তেমন কোন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে ব্রাজিল-সার্বিয়া ম্যাচের আগে বড় ধাক্কাই খেয়েছে ব্রাজিল। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সার্বিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না ডগলাস কস্তা। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবা এস্পোর্তো জানিয়েছে, পুরো সুস্থ হয়ে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে কস্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়