শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০৮:০৯ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচন ফাইজলামি হচ্ছে মনে করলে মানুষ রাস্তায় নেমে আসবে’ (ভিডিও)

হ্যাপী আক্তার : দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে বুঝায় আসলে ন্যায়ের আলোকে নির্বাচনটি হচ্ছে কিনা। ন্যায়ের আলোকে নির্বাচনটি হচ্ছে কিনা সেটা বুঝা যাবে সেদিন, যেদিন মানুষ ক্ষেপে যাবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আলাপ-আলোচনা বা আমাদের পরামর্শে কিছু হবে না, যদি আমাদের নির্বাচন ব্যবস্থার অবস্থাটি এমন একটি পর্যায়ে চলে যায়, যে মানুষ মনে করে যে নির্বাচনটি ফাইজলামি হচ্ছে, তখন মানুষ রাস্তায় বের হয়ে আসবে।

বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

অনুসন্ধানী সাংবাদিকতা প্রসঙ্গে নাঈমুল ইসলাম খান বলেন, আমি কোদাল দিয়ে কোপ দিলাম একটি সত্য বের হয়ে এলো, আরেকটি কোপ দিলাম আরেকটি সত্য বের হয়ে আসবে। একই ভাবে আরেকটি কোপ দেন দেখবেন আরো একটি ‘লেয়ার অব’ সত্য বের হয়ে আসবে। সত্যের কোনো শেষ নেই। আজকের সত্যের পরে আগামী কালের আরেকটি সত্যের জন্য আমাদের প্রস্তুতি রাখতে হবে। এই প্রস্তুতির জায়গাটিতেই একটা সংকট হয়। আমরা একটা সত্য নিয়ে আটকে থাকতে চাই।

তিনি বলেন, আমরা যদি ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে ‘ডিগিং’ করি তাহলে আমাদের ‘ডিগিং’ করতে হবে ৭১ পর্যন্ত। মুক্তিযুদ্ধের সকল ঘটনার শুধু ক্রিমিনাল অফেন্সের বিচার করা শুরু হয়েছে তাও আবার শেষ হয়নি। এই বিচার কাজ যদি আমরা কন্টিনিউ করি, তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধের বিচার করতে হবে। আর এই বিচার করাটাই ন্যায় সংগত। কিন্তু এটা তো ক্রিমিনাল অফেন্স। যারা স্বাধীনতার বিরোধিতা করলো কিন্তু আগুন লাগায়নি বা ধর্ষণ করেনি, ঐ লোকগুলোর সিভিল অফেন্সের কী হবে?

তিনি বলেন, কয়েক দিন আগে আওয়ামী লীগ তার একটি সুন্দর অফিস করেছে। অনেকেই বলে, এই সরকারে আছে তাই এটি হয়েছে। কিন্তু তাদের এই অফিসটি করতে ৭০ বছর লেগেছে। কিন্তু এই ৭০ বছর কেউ হাইলাইট করে না, আলোচনাও করে না। এই বিল্ডিং করতে আওয়ামী লীগের মতো দল যারা দেশ স্বাধীন করার কাজে নেতৃত্ব দিয়েছে। সে ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য এই অফিসটি খুবই ছোট, বড় না। আর এই ৭০ বছরে আওয়ামী লীগ ৫০ বছর বিরোধী দলে ছিল, এই বিষয়টি আলাপ আলোচনায় আসে না। সূত্র : ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়