শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০৮:০৩ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৭ প্রদেশের মামলা

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্রের ১৭টি প্রদেশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিবাসন ইস্যুতে দেশটির মেক্সিকো সীমান্তে পিতামাতাদের থেকে সন্তানদের আলাদা করে কারণে এ মামলাটি করা হয়। মঙ্গলবার ওয়াশিংটনডিসিতে ডেমোক্রেটদের পক্ষ থেকে ১৭ প্রদেশের আইনজীবীরা সিয়াটলে যুক্তরাষ্ট্রের জেলা জজ আদালতে এই মামলা করা হয়।

এ প্রসঙ্গে নিউ জার্সির এটর্নি জেনারেল গার্বির গ্রেওয়াল ইমেইলে দেওয়া এক বিবৃতি বলেন, পরিবার থেকে সন্তানদের বিচ্ছিন্ন করে দেওয়ার বিষয়টি অত্যন্ত নিষ্ঠুর। বিবৃতিতে আরো বলা হয়, প্রতিদিন নতুন করে পরিবারগুলোকে এই তালিকাভূক্ত করা হচ্ছে।

ওয়াশিংটন, নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুয়েটস, ডেলাওয়্যার, আইওয়া,ইলিনিওস, ম্যারিল্যান্ড, ম্যানিয়েস্টা, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলিনা, ওরেগন, পেনিসিলভ্যানিয়া, রোড অ্যাইল্যান্ড, ভেরমন্ট ও ভার্জিনিয়া প্রদেশে করা এ মামলাটি ট্রাম্পের বিরুদ্ধে প্রথম কোনো বৈধ পদক্ষেপ।

উল্লেখ্য, অভিবাসন নীতি কঠোর করতে প্রায় ২ হাজার শিশুকে বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। পরবর্তীতে চাপের মুখে এক নির্বাহী আদেশের মধ্য দিয়ে এ নীতি থেকে ফিরে আসতে বাধ্য হন ট্রাম্প। বর্তমানে যেসব অভিবাসী প্রত্যাশীদের সন্তান থাকলে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। তবে যেসব ব্যক্তি সন্তান ছাড়া প্রবেশ করছে তাদের ক্ষেত্রে একই নিয়ম বহাল রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এনবিসি নিউজ, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়