শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০৬:০১ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী নির্যাতনে কারাগারে পুলিশের এএসআই

ডেস্ক রিপোর্ট : নারী ও শিশু নির্যাতন মামলায় মৌলভীবাজারে রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহেরকে (৩২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন এএসআই। বিচারক বেগম শামীমা আফরোজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মৌলভীবাজার আদালতে কোট ইন্সপেক্টর আব্দুল হাই চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এএসআই আবু তাহের রাজনগর থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি দীর্ঘদনি পলাতক ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুরে।

মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছবাজার এলাকায় নাছিমা আক্তার ২০১৭ সালের ৩১ জানুয়ারি এএসআই আবু তাহেরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে গত বছরের ৮ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে এএসআই আবু তাহের পলাতক ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী মাসুক মিয়া জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেওয়ার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালতে জামিন নিতে আবেদন করলে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়