শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০৪:০৪ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভাই, সুষ্ঠুভাবে নির্বাচন চালাতে গেলে অনেক কিছু করতে হয়’

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে কড্ডাবাজার এলাকার নাওজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হাজির বিজিবির টিম। নড়ে চড়ে দাঁড়াল ভোটকেন্দ্রে
দায়িত্ব পালনরত পুলিশ। তড়িঘড়ি স্কুলের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো ভোটারদের। তখনই ১ নম্বর বুথ থেকে ভরাট গলার আওয়াজ ‘স্টপ, আমরা যেভাবে বলব, সেভাবেই চলতে হবে।’ জানা গেল, যার উদ্দেশে এই হুঙ্কার, তিনি বিএনপি-সমর্থিত মেয়রপ্রার্থীর পোলিং এজেন্ট। নাম মাজহারুল ইসলাম। আর হুঙ্কার ছাড়ছেন আনসার সদস্য আবদুর রহিম।

এর পর কথা হয় মাজহারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, সকালেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছিল, কেন্দ্র থেকে নড়াচড়া করা যাবে না। আবার কোনো কথাও বলা যাবে না। সকাল থেকে সেভাবেই ছিলাম। কিন্তু একটু আগে পাশের বুথে গিয়েছিলাম আমার নিজের ভোটটা দিয়ে আসতে। না বলে কেন গেলাম, এটাই নাকি আমার অন্যায় হয়েছে। এ জন্যই এভাবে হুঙ্কার করছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে আনসার সদস্য আবদুর রহিম বলেন, ভাই, সুষ্ঠুভাবে নির্বাচন চালাতে গেলে অনেক কিছুই করতে হয়। ওনাকে একটু বোঝালাম আর কী! এই প্রতিবেদকের সঙ্গে মাজহারুল ইসলাম কেন কথা বলেছেন, সে জন্য পরবর্তীতে ফের শাসানো হয় বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীর এই পোলিং এজেন্টকে। আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়