শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০২:৫৪ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক নির্মূল অভিযানে র‌্যাবের সাফল্য

রবিউল আলম : মাদক সামাজিক ব্যাধি, মাদক সামাজিক অভিশাপ, মাদক রাষ্ট্রের উন্নয়নে প্রতিবন্ধক, মাদক পারিবারিক ধ্বংসের কারণ। মাদক বিস্তারে সমাজের, প্রশাসনের, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িত। টাকার লোভে মানুষ যখন অন্ধ হয়ে যায়, হিতাহিত জ্ঞান হারায়, তখনি মাদকের মত মরণ ব্যাধি নিয়ে খেলায় মেতে উঠে। মাদক বাংলাদেশে কি পরিমান বিস্তার লাভ করেছিল যে একজন সরকার প্রধানকে বলতে হয়েছে মাদক নির্মুলে কোন ছাড় দেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় মাদক নির্মুলে র‌্যাব শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। নারায়নগঞ্জে র‌্যাবের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। অনেকেই র‌্যাবের মাদক নির্মুল অভিযানকে ঠাট্টা মশকরার মাধ্যমে গ্রহণ করার পায়তারা করছেন।

অনেকে মাদক নির্মুল অভিযানকে রাজনৈতিক রূপ ধারণ করাতে চাইছেন। রিজভী-ফখরুলের শত অভিযোগ আমলে না নিয়ে র‌্যাব সতর্কভাবে এ পর্যন্ত মাদক নির্মুল অভিযান পরিচালনা করছে এবং এতে রাজনীতির কোন সংশ্লিষ্টতা দেখানো হয় নাই। রাজনৈতিক হয় নাই রংপুরে পরকীয়ায় এডভোকেট হত্যা, হবিগঞ্জে পিতার ষড়যন্ত্রে কন্যা হত্যার মামলা। এখন সমাজ রক্ষার আন্দোলন ও অভিযান নিয়ে রাজনীতি করার কোন পরিকল্পনা সরকারের আছে বলে মনে হয় না। মনে হয় না মাদক বিরোধী অভিযানে কোন রাজনৈতিক নেতা আটক হয়েছে, অথবা ক্রসফায়ারের শিকার হয়েছে। তবুও মাদক বিরোধী অভিযানকে সহায়তা না করে একের পর এক রাজনৈতিক বক্তব্য দেয়া হচ্ছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোন ভালো কাজে সহায়তা করতে হবে সফলতা চাইলে।

মাদক নির্মুলে র‌্যাব, অভিযান হবে জনতার। দেশের জনগণ যে কাজে সম্পৃক্ত হয় নাই সেই অভিযান কখনো সফল হয় নাই। অনেক পরে হলেও দেশের আইন-শৃঙ্খলা বাহিনী মাদক নির্মুলের মত একটি কঠিন কাজে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের দায়িত্ব হলো এই মহান কাজে সহায়তা করা। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, মাদক ব্যবসায় উৎসাহদাতা সমাজের বন্ধু হতে পারে না। মাদক বিস্তারে সরকারের কিছু দূর্ণীতিবাজ কর্মকর্তার সহায়তা ছাড়া সম্ভব হয় নাই। প্রশ্ন হলো মাদকসেবী, মাদক ব্যবসায়ীরা জনসম্মুখে বেরিয়ে আসছে। কিন্তু প্রশাসনে থেকে যারা মাদককে উৎসাহ দিচ্ছে সেই নরপিশাচ অফিসার, কর্মকর্তা ও কর্মচারীদেরকে বের করে আনতে হবে, জনসম্মুখে হাজির করতে হবে।

একাজে যদি কোন রাজনৈতিক নেতাও জড়িত থাকে তাকেও প্রকাশ্যে আনতে হবে। র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সাথে আমরা সর্বস্তরের জনগণ সদা প্রস্তুত সর্বাত্মক সহযোগিতা করতে। শুধু সহযোগিতার নিয়ম জানিয়ে দিন। দেশ, দেশের মানুষ রয়েছে র‌্যাবের সাথে। আমরা সব কাজে সমালোচনা করি না। যারা সব কাজে সমালোচনা করে তাদেরকে জনগণ বরদাস্ত করে না। মাদক বিরোধী অভিযান চলবে এবং এর পূর্ণ সফলতা কামনা করি।

লেখক : ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি/সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়