শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৮, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ নির্ভার নন নেইমাররা

স্পোর্টস ডেস্ক : হোক না গোলগুলো ৯০ মিনিটের পর। ওই ৭ মিনিটের ঝড়ে কোস্টারিকার বিপক্ষে দুটি গোল আদায় করে নেয় ব্রাজিল। ফলে শুধু শেষ ষোলোর আশা নয়, ছন্দে ফেরারও ইঙ্গিত দিয়েছেন নেইমাররা। আগের ইতিহাস বলুন আর ছন্দে ফেরাই বলুন আজ কুড়ি আঠারো বিশ্বকাপে এই গ্রুপের শেষ ম্যাচটিতে ব্রাজিলকে এগিয়ে রাখতে হচ্ছে।

এখন পর্যন্ত ব্রাজিল দুটি ম্যাচ খেলেছে। এর মধ্যে প্রথমটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র। আর পরের ম্যাচে কোস্টারিকার সব প্রতিরোধ ভেঙে অবিশ্বাস্য জয়। অন্যদিকে কোস্টারিকাকে হারিয়েছে সার্বিয়া। তবে সুইজারল্যান্ডের কাছে হারতে হয়েছে তাদের। ব্রাজিল জিতলে ভালো, ড্র করলেও শেষ ষোলোতে যাওয়ার আশা রয়েছে। খবর দৈনিক আমাদের সময়’র।

এই ‘ই’ গ্রুপে কোস্টারিকার বিদায় ঘটেছে আগেই। দুটি ম্যাচেই হেরেছে। রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক কেলর নাভাস বেশ ভালো চেষ্টা করেছেন। তবে এতে কোনো কাজ হয়নি। শেষমেশ হারতে হয়েছে। দুটি ম্যাচেই নাভাস ভালো গোলকিপিং করেছেন। বড় দলের সঙ্গে আর কতক্ষণ যুদ্ধ করা যায়। তাও আবার ব্রাজিলের মতো আক্রমণভাগ নিয়ে গড়া।

এই বিশ্বকাপে ব্রাজিল বেশ শক্তিশালী দল নিয়ে এসেছে। বিশেষ করে অভিজ্ঞতার পাশাপাশি এই দলটিতে তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে। গত দুটি ম্যাচ একেবারে ব্রাজিল খারাপ করেনি। ব্রাজিল এই বিশ্বকাপে শুধু দানি আলভেজকে নিয়ে আসতে পারলে একেবারে পারফেক্ট হতো। ইনজুরি তাকে ছিটকে দিয়েছে।

নেইমার এ বিশ্বকাপে বেশ নিয়মকানুন মেনে চলছেন। রাতে পার্টিতে যাচ্ছেন না। অনুশীলন থেকে ফিরে ফেসবুক, ভাইভার আর টুইটার ছাড়া কোথাও তার বিচরণ নেই। রাত হলেই যে নেইমারকে হোটেলে বেঁধে রাখা কঠিন হতো, সেই কিনা চুপচাপ রুমে বসে থাকছেন। দেশপ্রেম একেই বলে হয়তো।

আজ মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে খেলা। এর আগে ব্রাজিল-সার্বিয়া ১৯টি ম্যাচ খেলেছে। র্যাংকিংয়ে ব্রাজিল দ্বিতীয় ও সার্বিয়া ৩৪তম। ওই ১৯ বারের মোকাবিলায় ব্রাজিল ১০টিতে ও সাবির্য়া দুটি ম্যাচে জিতেছে। আর সাতটি ম্যাচ ড্র হয়েছে। তবে এ দুদলের গোলবন্যা হয়েছে। ৩৭টি ব্রাজিল ও সার্বিয়া ২৩ গোল করেছে সব ম্যাচ মিলিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়