শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ১১:৪০ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৮, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু আ. লীগ না সবার মেয়র হয়ে থাকতে চাই

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার মধ্যরাতে ফলাফল গণনা শেষ হওয়ার আগেই জয়দেবপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কেন্দ্রে আসেন জাহাঙ্গীর আলম। অর্ধেক ফলাফলেই তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে থাকায় উপস্থিত নেতাকর্মীরা বিজয়ী হিসেবেই তাঁকে অভিনন্দন জানায়। বেসরকারি ফলাফলে জাহাঙ্গীর আলম নিশ্চিতভাবেই বিজয়ের পথে রয়েছেন।

ফিরে যাওয়ার পথে এই প্রতিবেদকের সঙ্গে সংক্ষিপ্ত একান্ত সাক্ষাত্কারে জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিজয় উন্নয়ন ও শান্তিকামী গাজীপুরবাসীর। আমি সবার কাছে কৃতজ্ঞ। এই আনন্দের সময় আমি স্মরণ করছি জাাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞতা জানাই জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’ খবর কালের কণ্ঠ’র।

‘ভোটের আগে যা বলেছেন, বিজয়ের এই প্রাক্কালে নগরবাসীর প্রতি সেই অঙ্গীকারের কথা মনে করছেন কি?’ এই প্রশ্নের মুখে চোখেমুখে বিজয়ের আবেগঘন উচ্ছ্বাস নিয়ে তারুণ্যদীপ্ত জাহাঙ্গীর আলম দৃঢ়তার সঙ্গেই বলেন, ‘অবশ্যই! সবাইকে নিয়েই আমি এই নগরীর উন্নয়নে কাজ করব। সবার কাছে দোয়া চাই—যাতে আমি এই মহানগরীকে গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে পারি।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘নাগরিকদের অধিকার বাস্তবায়নের জন্য আমি ভোটে দাঁড়িয়েছি। মেয়র হিসেবে আমি কাল (আজ) থেকে আর শুধু আওয়ামী লীগের লোক নয়, সবার মেয়র হিসেবে থাকতে চাই। আমি মনে করি, গাজীপুরের মানুষ আমাকে সন্তান হিসেবে, তাদের একজন সেবক হিসেবে পাওয়ার জন্যই ভোট দিয়ে জয়ী করেছে। তাই তাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত করলাম।’

জাহাঙ্গীর আলম আরো বলেন, ‘আমি চাচ্ছি গাজীপুরের মানুষ যেন একটা পরিচ্ছন্ন নগরী পায়। সবাইকে নিয়ে আমি একটি পরিকল্পিত নগরী গড়তে চাই।’ নিকটতম প্রতিদ্বন্দী ও বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে বলেন, ‘অবশ্যই তাঁর সঙ্গে দেখা করব। তিনি মুরব্বি মানুষ। তবে শুধু তাঁর সঙ্গেই নয়, সবার সঙ্গেই দেখা করব। কারণ আমি সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়েই পথ চলতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়