শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতখান পৌরসভায় রাস্তার বেহাল দশা

মামুন হাওলাদার , দৌলতখান (ভোলা): ভোলার দৌলতখান পৌরসভা ৬ নং ওার্ডের চার রাস্তা মোড় থেকে আবু মেম্বার বাড়ি পর্যন্ত  রাস্তাটির বেহাল দশায় পরিনিত হয়েছে ।
মঙ্গলবার সকাল ৯ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকা রাস্তাটির অনেক যায়গায় কার্পেটিং উঠে গিয়ে ইট- সুড়কি বেড়িয়ে পড়ে হাজার ও গর্ত সৃষ্টি হয়েছে। সে সাথে রাস্তাটির চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এতে যান চলাচল করছে ঝুঁকি নিয়ে । প্রতিদিন বিভিন্ন যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করে এ রাস্তাটি দিয়ে।
জানা যায়, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাস্তাটিতে চলতে গিয়ে পথচারিদের যেমন সময়ের অপচয় হচ্ছে ঠিক তেমনি রয়েছে জীবনের ঝুঁকি।
স্থায়ানীরা জানান, দুই বছর যাবৎ রাস্তাটি এ অবস্থা, দেখার যেন কেউ নেই। চার রাস্তা মোড় থেকে আবু মেম্বার বাড়ির মোড় পর্যন্ত রাস্তাটি বর্তমানে দৌলতখানের ভেতর অত্যন্ত গুরুত্বপূর্ণ । ভোলার বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ দৈনিক এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে ঢাকা, নোয়াখালী থেকে। অথচ রাস্তার বেহার দশার কারণে প্রায়ই ঘটছে অপ্রীতিকর দুর্ঘটনা । দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকার হাজারো মানুষ ও যানবাহন চলাচল করছে। যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটি  মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
এব্যাপারে পৌর মেয়র জাকির হোসেন তালুকাদার বলেন, চার রাস্তা থেকে আবু মেম্বার বাড়ির মোড় পর্যন্ত রাস্তাটি অবস্থা খুবুুই জর্জরিত। তবে ইতোমধ্যে রাস্তাটির কাজ টেন্ডার হয়েছে। রাস্তাটির দু পাশে মাটি ফালানোর কাজটি ইষ্টিমিটে ধরা হয় নাই, সে জন্য কাজটি বন্ধ আছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়