শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০৫:২৫ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওপেকের উৎপাদন বৃদ্ধির পরেও বেড়েছে জ্বালানী তেলের দাম

নূর মাজিদ : বিশ্ববাজারে তেলের দাম আবারো বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত জ্বালানী তেলের অন্যতম প্রধান সরবরাহক ওপেকভুক্ত দেশ এবং রাশিয়ার যৌথভাবে তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণার পরেও মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানী তেলের দামের এই বৃদ্ধি ঘটে। এর আগে সোমবার বিশ্ববাজারে ওপেকের উৎপাদন বৃদ্ধির ঘোষণায় তেলের দাম কিছুটা কমে।

তবে মঙ্গলবার জ্বালানী তেলে বিনিয়োগকারীদের মাঝে লিবিয়া থেকে তেল সরবরাহের অনিশ্চয়তা এবং কানাডার উৎপাদন হ্রাস পাবার খবরে অপরিশোধিত জ্বালানী তেলের দাম আবারো বৃদ্ধি পায়। বিশ্ববানিজ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের উত্তেজনা স্বত্বেও এই মূল্যবৃদ্ধি অপরিবর্তিত অবস্থান ধরে রাখে।

এদিন বাজারে ব্রেন্ট ক্রুডের সূচক ৩৫ সেন্ট বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল তেলের দাম গিয়ে দাঁড়ায় ৭৫.০৮ ডলারে। এছাড়াও যুক্তরাষ্ট্রের লাইট ক্রুডের সূচক ৩০ সেন্ট বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৬৮.৩৮ ডলারে বেচাকেনা হয়। বিশ্ববাজারে জ্বালানী তেলের মূল্য মূলত ব্রেন্ট সূচকের উপরই অধিক নির্ভরশীল। এদিন ওপেকভুক্ত দেশ লিবিয়া থেকে তেল সরবরাহের অনিশ্চয়তাই সূচকটির উর্ধগতির জন্য প্রধান ভূমিকা পালন করে। বিশেষত, সাম্প্রতিক সময়ে দেশটিতে বিবাদমান বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বৃদ্ধির ফলে তেল রপ্তানি বন্ধ হবার মুখে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়