শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০৪:১৩ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সান্ত্বনার জয় পেলো পেরু

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সান্ত্বনার জয় পেল পেরু। রাশিয়া বিশ্বকাপে মঙ্গলবার সোচিতে ‘সি’ গ্রুপের ম্যাচে সকারুদের ২-০ গোলে হারিয়েছে পেরু। দুই দলই আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল। পেরুর আগেই বিদায় নিশ্চিত হয়ে ছিল। তাই আজকের জয়টি তাদের জন্য শুধুই সান্ত্বনার। এর আগে তারা ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে ও ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল।

অন্যদিকে, আজকের হারের মাধ্যমে জয়হীনভাবে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া। এর আগে তারা ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল ও ডেনমার্কের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল। আজ বড় ব্যবধানে জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ থাকতো অস্ট্রেলিয়ার। কিন্তু তারা সেটি পারল না।

ম্যাচের ১৮তম মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় পেরু। অধিনায়ক পাওলো গুয়েরেরোর ক্রস থেকে ভলিতে গোল করেন আন্দ্রে ক্যারিলো। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেরু। বিরতি থেকে ফেরার পরপরই ২-০ গোলে এগিয়ে যায় পেরু। ৫০তম মিনিটে গোলটি করেন পাওলো গুয়েরেরো। ডি-বক্সের মধ্যে বল পেয়ে দক্ষতার সঙ্গে জালে পাঠিয়ে দেন তিনি। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেরু।

একই গ্রুপের অন্য ম্যাচে আজ ফ্রান্স ও ডেনমার্ক গোলশূন্য ড্র করেছে। ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ফ্রান্স। আর গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ডেনমার্ক। এই গ্রুপের সব ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ফ্রান্স। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পেরু। আর এক পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

গত ১৪ জুন শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হবে আগামী ২৮ জুন। নকআউট পর্বের খেলা শুরু হবে ৩০ জুন। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল ও ডেনমার্ক। বিদায় নিশ্চিত হয়েছে মরক্কো, সৌদি আরব, মিসর, পেরু, কোস্টারিকা, পানামা, তিউনিসিয়া, পোল্যান্ড, ইরান ও অস্ট্রেলিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়