শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিডিপিতে কৃষির অবদান কমবে বছরে ৩.১ শতাংশ

ফয়সাল মেহেদী : বর্তমানে জিডিপির ১৬.৫ শতাংশ আসে কৃষি খাত থেকে। তবে আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতি বছর জিডিপিতে কৃষির অবদান ৩.১ শতাংশ কমবে। এই পরিস্থিতি মোকাবেলায় এবং আবহাওয়ার ক্ষতি থেকে কৃষকের সুরক্ষা দিতে কৃষি বীমা খুবই প্রয়োজন। কারণ খাদ্য নিরাপত্তায় কৃষি বীমা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত।

মঙ্গলবার রাজধানীর হোটেল পূর্বাণীতে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) আয়োজিত ‘ডব্লিউআইবিসিআই স্কেল আপ অপশন্স: চ্যালেঞ্জেস, পোটেনশিয়ালস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক কর্মশালার আলোচকরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সাধারণ বীমা করপোরেশন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। এতে ‘প্রপোজাল ফর ফিউচার স্কেল আপ অব দ্যা ওয়েদার ইনডেক্স বেসড ক্রপ ইন্স্যুরেন্স ইন বাংলাদেশ’ বিষয়ে আলোচনা করেন আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা (ডব্লিউআইবিসিআই) প্রকল্পের কনসালটেন্ট অনুজ কুমভাত ও সতিশ অরজিল্লি। এছাড়া ‘অপশনস ফর স্কেলিং আপ ক্রপ ইন্স্যুরেন্স ইন বাংলাদেশ’ বিষয়ে আলোচনা করেন ম্যানিলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রিন্সিপাল ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিষ্ট অরুপ কুমার চ্যাটার্জি।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিত চৌধুরী বলেন, সাধারণ বীমা করপোরেশনের মাধ্যমে ডব্লিউআইবিসিআই চালু করা হয়েছে। জুনে এ প্রকল্প শেষ হবে। কৃষকের সুরক্ষায় এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। শস্য বীমার ক্ষেত্রে ডাটা সংরক্ষণ থেকে শুরু করে বেশ কিছু অবকাঠামো তৈরি করা হয়েছে। যা ভবিষ্যতে কাজে লাগবে।

অরিজিত চৌধুরী আরও বলেন, বিশেষ ক্ষেত্রে শস্য বীমা চালু করা হয়েছে। আরও কোন কোন বিষয়ে হতে পারে সেটা জানা দরকার। তিনি বলেন, শস্য বীমাকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে এসবিসি স্বল্প সময়ে একটি প্রস্তাবনা দিলে বড় ধরণের কোন ফারাক সৃষ্টি হবে না। ভবিষ্যতে আমরা শস্য বীমার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো। যা কৃষি ও কৃষকের উন্নয়নে জরুরি।

এসবিসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান বলেন, বর্তমানে জিডিপির ১৬.৫ শতাংশ আসে কৃষি খাত থেকে। এই কৃষি ও কৃষকের সুরক্ষায় কৃষি বীমা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বের সবগুলো উন্নত দেশেই কৃষি বীমা রয়েছে। বাংলাদেশে শস্য বীমার পাইলট প্রকল্পে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

শস্য বীমার পাইলট প্রকল্পের পরিচালক ওয়াসিফুল হক বলেন, ভৌগলিক কারণে বিশ্বজুড়ে আবহাওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতি বছর জিডিপিতে কৃষির অবদান ৩.১ শতাংশ কমবে। অথচ পর্যাপ্ত চাহিদা থাকা সত্ত্বেও প্রচলিত কৃষি বীমায় ব্যাপক লোকসানের কারণে দেশে শস্য বীমা পর্যাপ্ত হয়নি। চরম আবহাওয়ায় কৃষকের জন্য কৃষি বীমা খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মন্তব্য করেন এই পরিচালক।

শস্য বীমার এই পাইলট প্রকল্পকে সফল মন্তব্য করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ বলেন, শুরু থেকেই আমি প্রকল্পটি দেখেছি এবং প্রকল্প এলাকাতেও গিয়েছি। কৃষকের মাঝে সাড়া জাগিয়েছে এই শস্য বীমা প্রকল্প। এর আওতা আরও বাড়াতে হবে। প্রযুক্তিগত উন্নয়নও প্রয়োজন। এখানে আন্ডাররাইটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়