শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৯ হাজার ৫৯০ জন কলেজে ভর্তির সুযোগ পায়নি

তরিকুল ইসলাম সুমন : সদ্য এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে শেষ ধাপেও কলেজে ভর্তির সুযোগ পায়নি ২৯ হাজার ৫৯০ জন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ৯১৩ জন শিক্ষার্থী রয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফলাফল প্রকাশে দেখা গেছে, এক লাখ ৫১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। শেষ ধাপ পর্যন্ত তবে তৃতীয় (শেষ ধাপ) ধাপেও সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় ভর্তির সুযোগ দেওয়া হবে।

প্রথম ধাপে আবেদনকারীর সংখ্যা ছিল ১২ লাখ ২৬ হাজার ৬৭০ জন। তাদের মধ্যে মোট ৯ লাখ ৩০ হাজার ৪৯২ জন ভর্তি নিশ্চিত করেছেন। দ্বিতীয় ধাপে নতুন করে ভর্তির জন্য মনোনিত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৬৪৭ জন। আর তৃতীয় পর্যায়ে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন এক লাখ ৫১২ জন।

মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, একাদশ শ্রেণির ভর্তির তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের পর মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপে যারা কলেজ ভর্তির জন্য মনোনীত হয়নি নতুন করে তারা তৃতীয় ধাপে আবেদন করেন। তাদের অনেকে এ ধাপে পছন্দের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়াও দ্বিতীয় ধাপের নিশ্চায়নকারীদের মধ্যে পছন্দের কলেজে অটোমেটিক মাইগ্রেশন হয়েছে এক হাজার ১৫৪ জন শিক্ষার্থী।

তবে আবেদন করেও এখনও কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি ২৯ হাজার ৫৯০ জন শিক্ষার্থী। শেষ ধাপে ভর্তির সুযোগ না পেয়ে অনেকে ঢাকা বোর্ডে এসে ভীড় করছেন।

কলেজ ভর্তির প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় ১০ জুন। প্রথম ধাপে ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জন ভর্তির জন্য নির্বাচিত হয়। আবেদনকারীদের ৯৪ শতাংশকে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়। প্রথম ধাপে প্রায় ৮১ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়। চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেন।

উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী পাস করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়