শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ১২:১৩ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৮, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব কূটনীতিতে এগিয়ে চলছে দেশ

আসাদুজ্জামান সম্রাট : পৃথিবীর ৫৮টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মেয়াদে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ১৮টি নতুন মিশন চালু করা হয়েছে। আন্তঃরাষ্ট্র সর্ম্পক উন্নয়নে আরো ৭টি নতুন মিশন স্থাপনের বিষয়টি বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-২ থেকে নির্বাচিত এমপি সফুরা বেগমের এক লিখিত প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান। তিনি জানান, নতুন যেসব দেশে মিশন স্থাপন করা হচ্ছে সেগুলো হলো, রুমানিয়ার বুখারেষ্ট, ভারতের চেন্নাই ও অষ্ট্রেলিয়ার সিডনীতে নতুন মিশনের কার্যক্রম যথাশীঘ্রই চালু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এছাড়াও আফগানিস্তানের কাবুলে, সুদানের খার্তুম, সিয়েরা লিওনের ফ্রিটাউন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অদূর অভিষৎতে নতুন মিশন খোলার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন সরকারের মেয়াদে কোনো দূতাবাস বন্ধ হয়নি।

চট্টগ্রাম-১২ থেকে নির্বাচিত এমপি সামশুল হক চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার ৮টি দেশের সমন্বয়ে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা হল সার্ক, যা ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সার্কের অন্যতম মূলনীতি হচ্ছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। সুতরাং সার্কের আওতায় এর সদস্য দেশগুলোর শাসন ব্যবস্থায় নির্বাচিত ও অনির্বাচিত কোনো সরকারের ব্যাপারে কোনরূপ মতামত প্রদান বা কোনো পক্ষ অবলম্বন করার কোনো সুযোগ নেই। তবে, সার্কর্ভুক্ত দেশসমূহে সু-শাসন শক্তিশালী করার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে সার্ক চার্টার অফ ডেমোক্রেসী’র ধারণার আইডিয়া প্রস্তাব করা হয় বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়