শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ১১:৫১ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৮, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুল্ক বাড়ছে পোল্ট্রিতে

সাজিয়া আক্তার : পোল্ট্রি বা মুরগির খাবারের ৮০ ভাগ উপকরণ ভূট্টা বা সয়াবিন মিল। প্রস্তাবিত বাজেটে নিয়ন্ত্রণ মূলক কর বসানোয় এখন সয়াবিন মিল আমদানিতে ৫ শতাংশ বাড়তি খরচ। অগ্রিম কর বহাল রাখায় বাড়বে ভূট্টা আমদানি খরচও। প্রত্যাশা কর দূরে থাক উল্টো কর বসানোয় ক্ষতিগ্রস্থ হওয়ার শঙ্কায় ব্যবসায়িরা।সাথে ডলারের দাম বৃদ্ধি ও বন্দর জটিলতায় বাড়তি খরচের চাপ।

পোল্ট্রি খামারের প্রধান যে উপকরণ ভূট্টা ও সয়াবিন মিল। দুটি কৃষি পণ্য এখন আমদানি নির্ভর। জাতীয় সার্থে খাবার তৈরি কাঁচামালের উপর শুল্ক খাত প্রত্যাহারের দাবি জানিয়েছিল পোল্ট্রি খাত সংশ্লিষ্টরা।কিন্তু সুখবর তো দূরে থাক বাজেটে সয়াবিন তেল আমদানিতে ৫ ভাগ নিয়ন্ত্রণ মূলক শুল্ক আরোপ করেছে।অগ্রিম আয় কর বহাল আছে আরেক অপরিহার্য উপাদান ভূট্টার উপর।

পোল্ট্রি শিল্প সমন্বয় কাউন্সিল-ইচওঈঈ এর সভাপতি মসিউর রহমান বলেন, আমরাদের ভূট্টা ও সয়াবিন ৬০ থেকে ৭০ ভাগ আমদানি করতে হয়, তার ৩০ শতাংশই আসতো ভারত থেকে, আর বাকিটা আসতো অন্যান্য দেশ থেকে। ৩০ থেকে ৪০ শতাংশ আমরা জিরো পার্সেন্ট কমানোর জন্য চেয়েছিলাম, কিন্তু এখন তা বেড়েছে আরো ৫ ভাগ। এতে করে আমদের খরচ আরো বাড়লো।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসানুলজ্জামান বলেন, পোল্ট্রি খামারের খাবারের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই সয়াবিন আর ভূট্টা, আর বাকি ২০শতাংশই অন্যান্য আইটেম। এই দু’টি আয়টেম দাম বাড়ার কারণে খাদ্যের দামের উপর প্রভাব সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খরচ একটা বড় সমস্যা।

ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স বাংলাদেশ সভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন, মুরগির দাম, ফিডের দাম, সবকিছুর দাম কমানো দরকার। ট্যাক্স ফি কমিয়ে আনলে তাহলে খরচ কিছুটা কমবে, তাহলে মুরগি কম দামে বিক্রি করতে পারবে। এতে সবার জন্য ভাল হতো। এবং আমাদের পরিবহন খরচ কমানো দরকার।

সয়াবিন তেল আমদানিতে শুল্ক নেই তাই তেল তৈরির পর ওয়েল ক্যাক আমদানিতে শুল্ক বসানো যুক্তি দেখছেন না সংশ্লিষ্টরা।

সূত্র : যমুনা টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়