শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৮, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্ক বইমেলায় সাহিত্য পুরস্কার পেলেন আব্দুল্লাহ আবু সায়ীদ

প্রিয়াংকা আচার্য্য: এ বছর নিউইয়র্ক বইমেলায় মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরষ্কার পেয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। প্রথমবারের মতো মুক্তধারা-কথাপ্রকাশ চিত্তরঞ্জন সাহা পুরষ্কার পেয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

এবার সব নামী লেখক-প্রকাশকদের পদচারণায় মুখরিত হয়েছে নিউইয়র্কের বইমেলা। তিনদিনব্যাপী অনুষ্ঠানে ছিল আলোচনা, আড্ডা আর সাংস্কৃতিক পর্ব। ২৭তম বইমেলা উপলক্ষে ২৭টি নতুন বই এবার প্রকাশিত হয়েছে। এবারই নিউইয়র্কে প্রথমবারের মতো বইমেলায় অংশ নিয়েছে বাংলা একাডেমী।

বাংলাদেশ, উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে মেলায় এসেছেন শতাধিক লেখক-প্রকাশক। মেলার স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বইয়ের বেঁচাকেনাও হয়েছে ভাল।

মেলার শেষ দিনে মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার তুলে দেয়া হয় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশকে নিয়ে একটি বড় স্বপ্ন দেখছি।

এবারকার বইমেলাটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী অধুষ্যিত জ্যাকসন হাইটসের পিএস-৬৯ এ। শুরু হয় গত ২২ জুন শুক্রবার আর শেষ হয়েছে গত ২৪ জুন ২০১৮ রোববার।

দেশ ও প্রবাসের বিপুল সংখ্যক লেখক-প্রকাশক-কবি-সাহিত্যিকদের আগমনে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। উপস্থিত ছিলে-ন রামেন্দু মজুমদার, শামসুজ্জামান খান, নুরুন নবী, আনোয়ারা সৈয়দ হক, দিলারা হাফিজ, লুৎফর রহমান রিটন, আনিসুল হক, জামাল উদ্দিন হোসেন, সালেহা চৌধুরী, নাজমুন নেসা পিয়ারী, সাইফ ইমাম জামী, সৌরভ সিকদার, পারমিতা হিম, ইফতেখারুল ইসলাম, ফেরদৌস সাজেদীন, আমীরুল ইসলাম, জিয়া উদ্দিন আহমেদ, রিফাত কামাল সাইফ, নাসরিন জেবিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়