শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ১১:০৪ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৮, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর হতে যাচ্ছে হিথ্রো

মনিরা আক্তার মিরা: বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর হতে যাচ্ছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। ব্রিটিশ সংসদ সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর হিসেবে হিথ্রো বিমানবন্দরকে প্রতিষ্ঠা করবে তারা।

কিন্তু বিশ্বের সর্ববৃহৎ ব্যস্ততম বিমানবন্দর হচ্ছে হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা বিমানবন্দর যা যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত। এ দিক থেকে হিথ্রো হচ্ছে সপ্তমতম। দেশটির সরকার চাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ও ব্যস্ততম বিমানবন্দর হিসেবে হিথ্রোকে প্রতিষ্ঠিত করতে।

কয়েক দশক ধরে চলে আসা বিতর্কিত এই সিন্ধান্ত ভোটের মাধ্যমে অবসান ঘটিয়েছে দেশটির সংসদ সদস্যরা। যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর হচ্ছে হিথ্রো। এই বিমানবন্দরের পূর্ব-পশ্চিমে বিস্তৃত দুইটি সমান্তরাল রানওয়ে ও চারটি টার্মিনাল আছে। আরেকটি রানওয়ের নির্মাণ কাজ চলছে।

ধারণা করা হচ্ছে ৩য় রানওয়েটির কাজ সম্পূর্ণ হলে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম হাইওয়ে হবে হিথ্রো বিমানবন্দন। প্রস্তাবনা অনুযায়ী বিমানবন্দরে প্রতিবছর ৮০ মিলিয়ন যাত্রী যাতায়াত করে যা ২০৩0 সালে একশ ১০ মিলিয়নে দাড়াবে বলে আশা করা হচ্ছে।

৩য় এই রানওয়েটি তৈরি করতে লন্ডনের লংফোর্ড, সিপসন এবং হারমন্ডসোর্থ শহরতলির প্রায় ৭শ ৫০টি বাড়ি সরিয়ে সমান্তরাল করতে হবে এবং খরচ হবে প্রায় ২০ বিলিয়ন ডলার ।

বিতর্কীত এই রানওয়েটি নিয়ে বিরোধী দলের নেতারা মন্তব্য করেছে যে, তারা ক্ষমতায় থাকলে এই ধরনের সিন্ধান্ত নিতেন না। কিন্তু প্রধান মন্ত্রী থেরেসা মে এই প্রস্তাবনার জন্য সম্মতি প্রদান করেছেন। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়