শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে রাস্তায় যানবাহন কম, দুর্ভোগে সাধারণ মানুষ

মাসুদ আলম : ব্যস্ততম নগরী গাজীপুর। সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে অধিকাংশ সড়কে যানচলাচল ছিল কম। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গাড়ি না পেয়ে অনেকে হেঁটে গন্তব্যস্থলে গেছেন। তবে রাস্তায় যানজট নেই। মোটরসাইকেল ও রিকশাই ছিল একমাত্র ভরসা। আবার রিকশা পেলেও ভাড়া দ্বিগুন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন কিছুটা বাড়তে থাকে।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচনের কারণে গাজীপুর মহানগরীর অধিকাংশ সড়কেই ফাঁকা। যানবাহনও তেমন নেই। অন্যান্য দিনের মতো রাস্তায় দেখা মেলেনি অটোরিকশার। ওই এলাকায় আজ ছুটি থাকায় অনেকে আবার জরুরি কাজ ছাড়া বের হয়নি।

রাজবাড়ী মাঠের পাশে দাড়িয়ে ছিলেন রাজীব নামে এক ব্যক্তি। তিনি বলেন, প্রায় আধাঘন্টা ধরে রিকশার জন্য দাড়িয়ে আছি। দু’একটা রিকশা পেলেও ভাড়া দ্বিগুন। মনে হচ্ছে অন্যরকম গাজীপুর।

শিববাড়ী মোড়ে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তপন নামে এক ব্যক্তি। তিনি বলেন, পুরো এলাকা ফাঁকা। ভোটের কারণে অনেকেই রিকশা নিয়ে বের হয়নি। দু-একটি রিকশা আসলেও তাতে যাত্রী রয়েছে।

অটোচালক সুমন বলেন, অনেকে ভোট দিতে গেছেন। আজ ছুটি মনে করে যাত্রী পাবেন না ভেবে অনেকে অটো রিকশা ও রিকশা নিয়ে বের হয়নি। তবে বিকেলে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়