শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০৩:০৮ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক নির্মূলে বছরে ৫১ বিলিয়ন ডলার ব্যয় হলেও সফলতা নেই

ড. জিয়া রহমান : বন্দুকযুদ্ধ করে কখনোই মাদক নির্মূল করা সম্ভব নয়। সামগ্রিকভাবে একটা ব্যবস্থা না নিলে মাদক নির্মূল করা সম্ভব নয়। কেননা আমরা একটা সমাজে বসবাস করি। মাদক যাদের নির্মূল করা দরকার তারা নির্মূল করছেনা। তারা শুধু তামশা দেখছে আর সরকারি অপচয় বাড়াচ্ছে। যে কোনো পরিস্থিতিতেই মাদক নির্মূল করতে হবে। এটাই বাস্তবতা। ভালো মনে করি আর না করি, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাদকদ্রব্য সহজলভ্য ভাবে নির্মূল করা যায় না।

৫১ বিলিয়ন ডলার প্রতিবছর মাদক নির্মূলে খরচ করলেও এর কোন সফলতা নেই। বাংলাদেশে বর্তমানে ২ কোটি মাদকাসক্ত বিদ্যমান রয়েছে। এই সামান্য হিসেবেই বোঝা যায় যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কি কাজটা করছে। সরকারি টাকা প্রতিমাসে খরচ করে তারা মূলত কি কাজ করে? মাদক নির্মূলে সমাজের সবাইকে সোচ্চার হতে হবে। সাংবাদিকতাকেও আরো ইনভেষ্টিগেশন করতে হবে। সরকারের পাশাপাশি আমাদের পরিবারকে সচেতন হতে হবে। মিডিয়া এবং সাংবাদিক ও প্রশাসন সবাই যদি একটা শক্ত অবস্থানে যায় তাহলে মাদক নির্মূল করা সম্ভব বলে আমি মনে করি।

পরিচিতি : অপরাধবিজ্ঞানী / মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা / সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়